Bhuban Badyakar | Badam Kaku : সুখের দিন শেষ! বাদাম কাকু ভুবন বাদ্যকরের জীবনে বড় বদল! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
Bhuban Badyakar | Badam Kaku : রাতারাতি ভাইরাল হয়ে বদলে গিয়েছিল জীবন! এখন সব শেষ! জানুন
বীরভূম: এবার ভাড়া বাড়ি ছেড়ে পুনরায় নিজের বাড়ি ফিরলেন বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর। দিন পাঁচেক আগে তিনি পুনরায় দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে ফিরেছেন। মূলত নানান লোকে নানান কথা বলছেন। তাই তিনি পুনরায় নিজের বাড়িতে ফিরেছেন বলে জানান তিনি।
ঘটনা হল প্রায় এক বছর আগে কাঁচাবাড়ির পাশেই পাকাবাড়ি তৈরি করছেন কাঁচা বাদামখ্যাত ভুবন বাদ্যকর। লাখ লাখ টাকা খরচ করে তৈরি করেছিলেন বাড়ি। সেই অনুপাতে খরচ করে হচ্ছে বাড়ির অন্দরসজ্জাও। কিন্তু তারপরেও তিনি নিজের বাড়ি ছেড়ে দুবরাজপুরের ভাড়া বাড়িতে ছিলেন।
advertisement
advertisement
সেই সময় তাঁর দাবি ছিল, ছেলে দুবরাজপুর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। তাই তিনি দুবরাজপুরে বাড়ি ভাড়া নিয়েছেন। কিন্তু দিন পাঁচেক আগে তিনি পুনরায় ভাড়া বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি ফিরেছেন। এই নিয়ে তাঁর ব্যাখ্যা, ” সমাজে নানান মানুষ নানান কথা বলেছেন। কেন এত বড় বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে আছি।” সেই কারণে পুনরায় বাড়ি ফিরলেন।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 4:40 PM IST