North 24 Parganas News: অফিসেই আটকে ছিলেন ব্যক্তি! কেউ জানতই না! এক দিন পর ঘটল ভয়াবহ ঘটনা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
North 24 Parganas News: অফিসে গিয়েও হল না আর ফেরা, কোম্পানি জানতই না কর্মী উপস্থিত!
উত্তর ২৪ পরগনা: কলকাতার রাজভবনের উল্টোদিকে শরাফ হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রশাসনের তরফ থেকে দেহ উদ্ধারের পর সনাক্তকরণের জন্য খবর আসে ঘোলা নবপল্লী পণ্ডিত সারদা ব্যানার্জি রোডের বাড়িতে। জানা যায়, দেহ দেখে সনাক্তকরণ না করতে পারলেও মৃত ব্যক্তির সঙ্গে থাকা পরিচয় পত্র ও চশমা দেখে অবশেষে চিহ্নিত করা হয় তিনি বছর ৬৫ র শ্যামসুন্দর সাহা-ই। এরপরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনার পর যেভাবে শ্যামসুন্দর বাবু যে কোম্পানির হয়ে কর্মরত ছিলেন তারা মিসগাইড করেছে পরিবারকে, তা নিয়েই এবার প্রশাসনের দারস্থ হচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৪০ বছর ধরে ওই অফিসেই কাজ করতেন শ্যামসুন্দর সাহা। সেদিন সকালেও বাড়ি থেকে কাজে যাবার উদ্দেশ্যেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু আর ফেরা হল না। অগ্নিদগ্ধ হয়ে বহুতলে আটকে পড়েই মৃত্যু হয় শ্যামসুন্দর বাবুর বলেই প্রশাসন সূত্রে জানতে পারে পরিবার। সকালবেলা কাজে গেলেও তার পর থেকে আর কোন খোঁজ পাচ্ছিল না তার পরিবার। এরপরই, পরিবারের লোকজন বারংবার ওই অফিসের সঙ্গে যোগাযোগ করলেও অফিস তাদেরকে মিসগাইড করেছে বলে অভিযোগ।
advertisement
advertisement
অফিসের বক্তব্য ছিল, শ্যামসুন্দর বাবু ঘটনার দিন কাজেই আসেননি। এরপর, পরিবারের তরফ থেকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে ওই বিল্ডিং থেকেই উদ্ধার হয় শ্যামসুন্দর বাবুর দগ্ধ দেহ। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার স্পষ্টতই অভিযোগ তুলছে ওই কোম্পানির দিকে। কি করে, কেন ওই কোম্পানি অস্বীকার করল যে তাদেরই একজন কর্মী শ্যামসুন্দর সাহা ঘটনার দিন অফিসে আসেননি! কোম্পানিতে উপস্থিত থাকার খবর কতৃপক্ষ কেন চেপে গেল! তা নিয়েই প্রশ্ন তুলেছেন শ্যামসুন্দর সাহার পরিবারের লোকজন। ক্ষতিপূরণ এড়াতেই কি কোন ভাবে অস্বীকার করার চেষ্টা করছিল কোম্পানি! গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোদপুর ঘোলা নবপল্লী এলাকায়।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 10:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অফিসেই আটকে ছিলেন ব্যক্তি! কেউ জানতই না! এক দিন পর ঘটল ভয়াবহ ঘটনা!