Viral News: চোখে কালো কাপড় বেঁধে নানা স্টাইলে চুল কেটে দিচ্ছেন ব্যক্তি! হু-হু করে ভাইরাল! দেখুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral News: হলফ করে বলা যায় এমন কাণ্ড আগে দেখেননি! ভিড় জমছে মানুষের! দেখুন ব্যক্তির কাণ্ড!
চুল হল আমাদের শরীরের এমন একটা জিনিস যাকে সুন্দর করতে সকলেই চায়। রোজ রোজ চুলের নানা রকম পরিচর্যা করে হেলদি হেয়ার সকলেই চায়! আর সেই জন্যই চুল কাটা থেকে স্পা ও নানা ট্রিটমেন্ট করতে আমরা পার্লারে ছুটি। কিন্তু কখনও এমন ঘটনা শুনেছেন? যে চোখ বেঁধে চুল কাটছেন হেয়ার স্টাইলার! হ্যাঁ এমনটাই ঘটেছে। জানলে অবাক হবেন! (Reported By: Gayatri Chauhan)
advertisement
advertisement
পোরবন্দরে 'বিগ বস' নামের হেয়ার স্যাঁলো চালান কমলভাই পরমার। তিনি নিজেই সকলের চুল কাটেন। কিন্তু জানেন কী ক্লায়েন্টের চুল কাটার আগে নিজের চোখে কালো পট্টি বেঁধে নেন এই ব্যক্তি। শুধু তাই নয়, যাতে কিছুই না দেখতে পান, তার জন্য কালো পট্টির তলে তুলে ভরে নেন। এর পর কাঁচি হাতে একের পর এক চুলের স্টাইল তৈরি করেন তিনি। (Reported By: Gayatri Chauhan)
advertisement
advertisement
advertisement