আরও পড়ুন: জেলা পরিষদ গঠন হতেই শুভেন্দুর জেলায় পুলিশে ব্যাপক রদবদল
মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস আছে মালদহে। এই চাকরিপ্রার্থীদের কারোর বাবা, কারোর স্বামী স্কুলের ক্লার্ক পদে চাকরি করতেন। চাকরি করতে করতেই তাঁদের মৃত্যু হয়। আর তাই সরকারি নিয়ম মেনে ডাই ইন হার্ট কোটায় তাঁদের চাকরি পাওয়ার কথা। ইতিমধ্যেই তাঁদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। কিন্তু এখনও অবধি কেউ চাকরি পাননি বলে দাবি। এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী মহম্মদ মামুন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। ইন্টারভিউ হয়ে গিয়েছে, তারপরও আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা সকলে ডাই ইন হার্ট কোটার চাকরিপ্রার্থী। চাকরি না পাওয়ায় পরিবার নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।
advertisement
মালদহে অবস্থিত স্কুল সার্ভিস কমিশনের উত্তরবঙ্গ রিজিওনাল দফতরে নিয়মিত যোগাযোগ করছেন এই চাকুরীপ্রার্থীরা। দফতরের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, স্পিড পোস্ট ও ই-মেইলের মাধ্যমে সব কিছু পাঠানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শূন্য পদ তৈরি না হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে চাকরিপ্রার্থীরা মালদহে এসএসসি’র রিজিওনাল অফিসের সামনে ক্ষোভ প্রকাশ করন। এই প্রসঙ্গে এসএসসি-র রিজিওনাল অফিসের এক আধিকারিক বলেন, দফতরের পক্ষ থেকে সমস্ত জেলার ডিআইকে মেল পাঠানো হয়েছিল শূন্যপদ তৈরির জন্য। তবে এখনও পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগের জন্য কোনও শূন্য পদের তালিকা প্রকাশ করেনি। তাই আমরা নিয়োগ করতে পারছি না।
হরষিত সিংহ