TRENDING:

Malda News: SSC শূন্য পদের তালিকা তৈরি না করায় ইন্টারভিউ হয়েও কাজে যোগ দিতে পারছে না চাকরিপ্রার্থীরা!

Last Updated:

এসএসসি শূন্য পদের তালিকা তৈরি না করায় ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও চাকরি পাচ্ছেন না বেকার যুবক-যুবতীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ে পাস করেও নিয়োগপত্র পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। কারণ দফতরে নাকি শূন্য পদ নেই! এমনই সঙ্কটে পড়েছেন স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষায় পাল করা মালদহের ডাই ইন হার্ট কোটার চাকরিপ্রার্থীরা। ২০২১ সাল থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু এখনো নিয়োগপত্র পাননি তাঁরা।
advertisement

আরও পড়ুন: জেলা পরিষদ গঠন হতেই শুভেন্দুর জেলায় পুলিশে ব্যাপক রদবদল

মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস আছে মালদহে। এই চাকরিপ্রার্থীদের কারোর বাবা, কারোর স্বামী স্কুলের ক্লার্ক পদে চাকরি করতেন। চাকরি করতে করতেই তাঁদের মৃত্যু হয়। আর তাই সরকারি নিয়ম মেনে ডাই ইন হার্ট কোটায় তাঁদের চাকরি পাওয়ার কথা। ইতিমধ্যেই তাঁদের ইন্টারভিউ হয়ে গিয়েছে। কিন্তু এখনও অবধি কেউ চাকরি পাননি বলে দাবি। এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী মহম্মদ মামুন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। ইন্টারভিউ হয়ে গিয়েছে, তারপরও আমাদের নিয়োগ হচ্ছে না। আমরা সকলে ডাই ইন হার্ট কোটার চাকরিপ্রার্থী। চাকরি না পাওয়ায় পরিবার নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।

advertisement

মালদহে অবস্থিত স্কুল সার্ভিস কমিশনের উত্তরবঙ্গ রিজিওনাল দফতরে নিয়মিত যোগাযোগ করছেন এই চাকুরীপ্রার্থীরা। দফতরের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, স্পিড পোস্ট ও ই-মেইলের মাধ্যমে সব কিছু পাঠানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শূন্য পদ তৈরি না হওয়ায় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে চাকরিপ্রার্থীরা মালদহে এসএসসি’র রিজিওনাল অফিসের সামনে ক্ষোভ প্রকাশ করন। এই প্রসঙ্গে এসএসসি-র রিজিওনাল অফিসের এক আধিকারিক বলেন, দফতরের পক্ষ থেকে সমস্ত জেলার ডিআইকে মেল পাঠানো হয়েছিল শূন্যপদ তৈরির জন্য। তবে এখনও পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়োগের জন্য কোন‌ও শূন্য পদের তালিকা প্রকাশ করেনি। তাই আমরা নিয়োগ করতে পারছি না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: SSC শূন্য পদের তালিকা তৈরি না করায় ইন্টারভিউ হয়েও কাজে যোগ দিতে পারছে না চাকরিপ্রার্থীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল