TRENDING:

Malda News: পাঁচ বছরে ছিটেফোঁটাও কাজ হয়নি এই গ্রামে! ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য

Last Updated:

গত পাঁচ বছরে পঞ্চায়েতের অন্যান্য এলাকায় কাজ হলেও এই গ্রামে ছিটেফোঁটাও উন্নয়ন হয়নি। পঞ্চায়েত সদস্য কোন‌ও কাজ করেন না বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: থমকে এলাকার উন্নয়ন। না আছে রাস্তা, না আছে সঠিক পানীয় জলের সুব্যবস্থা। বছরের পর বছর রাস্তার ওপর জমে থাকছে জল। গত পাঁচ বছরে এলাকায় কোন‌ও উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েতের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার মানুষ। চাঁচলের ঘটনা।
advertisement

আরও পড়ুন: ভাইরাল ‘ভাল পুলিশ’কে দেখে হাততালি দিচ্ছে নেট দুনিয়া

মালদহের চাঁচল পঞ্চায়েতের পাহারপুর গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা সবকিছু নিয়েই ক্ষুব্ধ গ্রামবাসীরা। চাঁচল পঞ্চায়েত মোট ২৭ টি সংসদ। অভিযোগ, গত পাঁচ বছরে পঞ্চায়েতের অন্যান্য এলাকায় কাজ হলেও এই গ্রামে ছিটেফোঁটাও উন্নয়ন হয়নি। পঞ্চায়েত সদস্য কোন‌ও কাজ করেন না বলে অভিযোগ। এদিকে পাল্টা সাফাই দিয়ে পঞ্চায়েত সদস্য টুলটুলি দাসের দাবি, তাঁকে কাজ করতে দেওয়া হয় না। তিনি বলেন, চার বছর ধরে পাহারপুর গ্রামের একাধিক সমস্যা নিয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি। নানান প্রস্তাব জমা দিলেও কোন‌ও কাজ হয়নি। এদিকে পাল্টা পঞ্চায়েত সদস্যের দিকেই আঙুল তুলেছেন চাঁচল পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার। তিনি বলেন, ওই সদস্যা পঞ্চায়েত অফিসেই আসেন না। সমস্যার কথা না জানালে কী করে গ্রামের কাজ হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

advertisement

পঞ্চায়েত সদস্য ঠিক না উপপ্রধান, এই বিতর্কের মধ্যেই ঢুকতে রাজি নয় পাহারপুর গ্রামের মানুষ। তাঁরা শুধু চান নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, আলো, পানীয় জলের যে সমস্যাগুলি আছে সেগুলো দ্রুত মিটে যাক। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে যে গ্রামের এই বেহাল অবস্থার বিষয়টি অন্যতম ইস্যু হতে চলেছে তা বলাই বাহুল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পাঁচ বছরে ছিটেফোঁটাও কাজ হয়নি এই গ্রামে! ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল