Viral Police: ভাইরাল 'ভাল পুলিশ'কে দেখে হাততালি দিচ্ছে নেট দুনিয়া

Last Updated:

গাড়ি থামিয়ে তাঁর জন্য নিয়ে আসেন খাবার এবং জল। তারপর নিজের হাতে ওই ভবপুরের হাত ধুইয়ে দেন। তাঁর মুখের সামনে এগিয়ে দেন খাবার।

+
title=

পশ্চিম বর্ধমান: সমাজ মাধ্যমে এক পুলিশকর্মীর কীর্তি সদ্য ভাইরাল হয়েছে। যা দেখে সকলেই বলছেন ‘ভাল পুলিশ’। কর্তব্যের মাঝে এমন মানবিকতা দেখে হাততালি দিচ্ছে নেট মহল। তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। ৪০ ডিগ্রির আশেপাশে ঘুরছে তাপমাত্রা। পাকা ছাদের তলায় থেকেও কেউ স্বস্তিতে থাকতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে গৃহহীন রাস্তাঘাটে পড়ে থাকা মানুষজনে কী অবস্থা তা বোঝাই যায়। রুটিন মাফিক টহল দিতে বেরিয়ে এমনই দুর্দশাগ্রস্থ এক ফুটপাতবাসীকে দেখে আর চোখ ফেরাতে পারেননি ভাইরাল পুলিশকর্মী। জল আর খাবার হাতে এগিয়ে যান মানসিক ভারসাম্যহীন ওই ভবঘুরের দিকে। তারপর ওই পুলিশকর্মী নিজের হাতে সযত্নে ওই ব্যক্তিকে খাবার এবং জল খাইয়েছেন। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পুলিশকর্মী আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে কর্মরত। তিনি বর্তমানে অন্ডাল থানার সাব-ইন্সপেক্টর পদে আছেন। নাম তপন মুখার্জি। তাঁর এই মানবিকতার নজিরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সকলেই প্রশংসা করছেন।
advertisement
জানা গিয়েছে প্রত্যেক দিনের মতই টহল দিতে বেরিয়েছিলেন ওই পুলিশকর্মী। বিগত দু’দিনে শিল্পাঞ্চলের তাপমাত্রা অনেকখানি বেড়েছে। রাস্তাঘাট একদম ফাঁকা। তার মধ্যেই অন্ডালের কাজি নজরুল বিমানবন্দর যাওয়ার জন্য জাতীয় সড়ক সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে সেখানেই দেখা যায় ওই ভবঘুরেকে। তাঁকে দেখে আর থেমে থাকতে পারেননি তপনবাবু। গাড়ি থামিয়ে তাঁর জন্য নিয়ে আসেন খাবার এবং জল। তারপর নিজের হাতে ওই ভবপুরের হাত ধুইয়ে দেন। তাঁর মুখের সামনে এগিয়ে দেন খাবার। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে বসে কথাও বলেন তিনি। ডিউটিতে বেরিয়ে পুলিশকর্মীর মানবিকতার এমন নিদর্শন সত্যিই বিরল।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Viral Police: ভাইরাল 'ভাল পুলিশ'কে দেখে হাততালি দিচ্ছে নেট দুনিয়া
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement