স্কুল গুলিতে উচ্চমাধ্যমিকের আসন ২৭৫ থেকে বাড়িয়ে ৪৭৫ টি করে করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও ভর্তি নিয়ে চিন্তায় অনেক মাধ্যমিক উত্তীর্ণ পরিক্ষার্থী। কারণ বেশ কিছু উচ্চমাধ্যমিক বিদ্যালয় একাদশ শ্রেণীতে ভর্তি করার ক্ষেত্রে নিজেদের পড়ুয়াদেরকেই অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বাকি শূন্য আসনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি করার কথা জানিয়েছে। এবারে মাধ্যমিকের ফলাফলে নজর কেড়েছে মালদহ জেলা।
advertisement
আরও পড়ুনঃ সংস্কারের অভাবে পুকুরে পরিণত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা!
রাজ্যের মেধা তালিকায় পাঁচজন রয়েছে মালদা জেলায়। রাজ্যের যুগ্ম ভাবে দ্বিতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন গাজলের মেয়ে কৌশিকী সরকার। এবারে জেলাই মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৭.৩১ শতাংশ। মালদহ জেলায় উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে ২৭২টি। প্রতিটি স্কুলে আসন সংখ্যা ২৭৫ টি। তবে চলতি শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ করার নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।
আরও পড়ুনঃ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক
শিক্ষা পদ্ধতির বাইরে বেশি ভর্তি হলে পঠন-পাঠন মুখ থুবরে পড়বে বলে দাবি শিক্ষক মহলের একাংশের। মালদহ জেলা শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) উদয়ন ভৌমিক বলেন, জেলায় ২৭২ উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। সব স্কুলেই পড়াশোনা ভালো হয়। তবে ছাত্র-ছাত্রীদের ভর্তি নিয়ে আশা করা যায় কোন সমস্যা হবে না।
Harashit Singha