মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার আগামী ২০২৩ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টিকা দেওয়ার কাজ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সমস্ত শিশুদের এই টিকা দেওয়া হবে। মালদহ জেলায় মোট ১৩ লক্ষ শিশুর টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার সমস্ত স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের গুলিতে টিকা দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ স্বয়ম্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে যেতে সমবায় সপ্তাহ পালন
মহিলা স্বাস্থ্য কর্মীরা এই টিকা প্রদানের কাজ করবেন। হাম বা রুবেলা এক ধরণের ভাইরাল রোগ। এই রোগ দ্রুত একজনের থেকে অপর জনের কাছে ছড়িয়ে পড়ে। শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত শিশুদের আগামীতে বিভিন্ন সমস্যা তৈরির সম্ভবনা থেকে যায়। তাই টিকা সকলকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। ভারতবর্ষের একাধিক রাজ্য এই টিকা প্রদানের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ প্রায় চারশো বছরের পুরনো কার্তিক পুজোয় মেতে উঠল মালদহ
এখন পর্যন্ত দেশে প্রায় ৩২ কোটি টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। মালদহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতর সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে টিকা প্রদানের বিষয়ে। সমস্ত পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়েই শিশুদের টিকা দেওয়া হবে।
Harashit Singha