ইংরেজবাজারের বিধায়িক শ্রীরূপা মিত্র চৌধুরী, সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অনান্য কর্তা আধিকারিকেরা। উপস্থিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তারা বলেন খেলার মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী রয়েছে তা আরো বাড়বে। পাশাপাশি সীমান্তের চোরাচালান সংক্রান্ত যে অপরাধ থাকে তা অনেকটাই দমন করতে পারবে দুই দেশের বাহিনীর জওয়ানেরা।
আরও পড়ুনঃ অনলাইন শপিংয়ের দাপটে ব্রাত্য ছোট দোকানদারদের ব্যবসা!
advertisement
এই ধরনের খেলা বা বৈঠক খুবই জরুরী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মালদহ সেক্টরের ডিআইজি সুধীর হুডা বলেন, এটি একটি প্রীতি ম্যাচ। নাম দেওয়া হয়েছে মৈত্রী ফুটবল ম্যাচ। এই খেলার মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরো শক্ত করে। একত্রে কাজের সুবিধা হবে।এই ধরণের খেলা আগামীতে আরো আয়োজন করা হবে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশকে পরাজিত করে।
আরও পড়ুনঃ পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অভিনব বিক্ষোভ!
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ বর্ডার গার্ডের রাজশাহী সেক্টরের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার আনোয়ার লতিফ খান বলেন, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচ আমরা খেলতে এসেছি। ভাল পরিবেশে খেলা হচ্ছে। খুব ভাল লাগছে।
Harashit Singha






