মেয়েদের দলে জায়গা পেয়েছে প্রিয়াঙ্কা বাড়ুই, বাড়ি মালদহ শহরের আমবাজার, রামকিঙ্কর গালস হাই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। মালদহ জেলা শুটিং বল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এই বছরে। বেঙ্গল শুটিং বল অ্যাসোসিয়শনের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন তৈরির প্রথম বছরেই চারজন উঠতি প্রতিভা শুটিং বল প্রতিযোগিতায় রাজ্য দলে জায়গা করে নিয়েছে। শুটিং বল দলে ১২ জন খেলোয়াড় থাকে। সব জুনিয়র পুরুষ বিভাগে ১২ জনের মধ্যে তিনজন মালদহ জেলার। মহিলা দলে একজন সুযোগ পেয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বকেয়া বেতনের দাবিতে বেয়ারফুট টেকনিশিয়ানদের ডেপুটেশন
রাজ্য জুড়ে শুটিং বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়ারদের বাছাই করা হয়েছে। রাজ্যের মোট ৯৫ জন খেলোয়ারদের মধ্যে ১৫ জন করে দুটি দল তৈরি করা হয়েছে। বেঙ্গল শুটিং বল অ্যাসোসিয়েশনের কর্তারা মালদহে এসেছিলেন। সেখানেই এই চারজন বাছাই পর্বে সুযোগ পেয়েছে। মঙ্গলবার রাতে চারজন খেলার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে দলের সঙ্গেবিহার যাবে। আগামী দুই সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু।
আরও পড়ুনঃ জন্মের পরেই নবজাতকের স্ক্রিনিং! আধুনিক চিকিৎসা পরিষেবা চালু মালদহে
মালদহ শুটিং বল অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা কোচ অসিত পাল বলেন, এই প্রথম আমাদের জেলা থেকে কোন খেলোয়াড় শুটিং বল রাজ্য দলের সুযোগ পেয়েছে। এতদিন মালদহে কোন শুটিং বল কমিটি ছিলনা। এই বছর নতুন কমিটিও তৈরি হয়েছে। জেলার মোট চারজন খুদে প্রতিভাবান প্লেয়ার সুযোগ করে নিয়েছে রাজ্য দলে। আগামীতে তারা ভালো খেলুক এই আমরা চাই।
Harashit Singha