Malda: বকেয়া বেতনের দাবিতে বেয়ারফুট টেকনিশিয়ানদের ডেপুটেশন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
১৪ মাসের বকেয়া বেতন বাকি পঞ্চায়েত স্তরে নিযুক্ত বেয়ারফুট টেকনিশিয়ানদের। একশো দিন প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত অনান্য কর্মীদের স্টাফ রেজিস্ট্রেশন করা হলেও বেয়ারফুট টেকনিশিয়ানদের করা হয়নি।
#মালদহ : ১৪ মাসের বকেয়া বেতন বাকি পঞ্চায়েত স্তরে নিযুক্ত বেয়ারফুট টেকনিশিয়ানদের। একশো দিন প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত অনান্য কর্মীদের স্টাফ রেজিস্ট্রেশন করা হলেও বেয়ারফুট টেকনিশিয়ানদের করা হয়নি। এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত এই বেয়ারফুট টেকনিশিয়ান কর্মীরা। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গ বেয়ার ফুট টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন জেলা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি হয় । মূল দাবি গুলির মধ্যে অন্যতম অ্যাসোসিয়েশনের ২৯২ জন সরকারি কাজের যুক্ত থাকার পরেও ১৪ মাস ধরে তাদের প্রাপ্য বেতন পাচ্ছে না। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়াও বিভিন্ন সমস্যার সন্মুখীন কর্মীরা। বারবার প্রশাসনের কাছে বেতনের দাবিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসলো এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
এদিকে দিনের পর দিন কাজ করে যাওয়ার পরেও প্রাপ্য টাকা না মেলায় সমস্যায় পড়তে চলেছেন কর্মীরা। বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটেন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার মালদা জেলার বিভিন্ন প্রান্তের কর্মীরা জমায়েত হয়ে একটি ডেকোরেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসনিক ভবনের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে। এদিন তাদের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে মতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুনঃ জন্মের পরেই নবজাতকের স্ক্রিনিং! আধুনিক চিকিৎসা পরিষেবা চালু মালদহে
প্রায় এক ঘন্টা ধরে চলে তাদের অবস্থান বিক্ষোভ। অবশেষে পুলিশে রাস্তা আছে বিক্ষোভ তুলে নেয়। বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল সাত দফার দাবিতে তাদের ডেপুটেশন পত্র পেশ করে মালদহ জেলা প্রশাসনের কাছে। ওয়েস্ট বেঙ্গল বেয়ারফুট টেকনিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য ফনীভূষণ মন্ডল বলেন, ২০১৯ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা ও ট্রেনিংয়ের মাধ্যমে জেলায় ২৯২ জন আমরা গ্রামীণ পঞ্চায়েত দপ্তর গুলিতে কাজে যোগদান করি। প্রথমদিকে বেতন পেলেও প্রায় ১৪ মাস ধরে কোনরকম বেতন আমরা পাচ্ছি না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাব জুনিয়র শুটিং বল বাংলা দলে মালদহের চার খুদে
আমাদের পরিবার চরম সংকটের মধ্যে রয়েছে। বারবার প্রশাসনের দারস্থ হয়েও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে একটি ডেপুটেশন পেশ করছি। আমাদের মোট সাত দফা দাবি রয়েছে। আগামী দুর্গাপুজোর আগে যদি আমাদের প্রাপ্য বেতন আমরা না পাই তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাব।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
August 30, 2022 8:38 PM IST