Malda: সাব জুনিয়র শুটিং বল বাংলা দলে মালদহের চার খুদে

Last Updated:

এই প্রথম মালদহে চার জন বেঙ্গল শুটিং বল টিমে খেলার সুযোগ পেল। সাব জুনিয়র অনুর্দ্ধ- ১৭ বেঙ্গল পুরুষ টিমে তিন জন ও মহিলা টিমে এক জন সুযোগ করে নিয়েছে।

#মালদহ : এই প্রথম মালদহে চার জন বেঙ্গল শুটিং বল টিমে খেলার সুযোগ পেল। সাব জুনিয়র অনুর্দ্ধ- ১৭ বেঙ্গল পুরুষ টিমে তিন জন ও মহিলা টিমে এক জন সুযোগ করে নিয়েছে। বেঙ্গল শুটিং বল টিম জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণ করবে। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর বিহারের বৌদ্ধগয়ায় জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাব জুনিয়র পুরুষ দলে সুযোগ পেয়েছে,সাগর শীল। বাড়ি পুরাতন মালদহের কাদিরপুর গ্রামে। সে সাহাপুর হাই স্কুল ষষ্ট শ্ৰেনীর ছাত্ৰ রাহুল দাস ,বাড়ি মালদহ শহরের মিশ্রকলনী। রেলওয়ে হাই স্কুলের দশম শ্ৰেনীর পড়ুয়া। তুষার সরকার, বাড়ি ইংরেজবাজারের বাহান্নবিঘা। বিভুতিভূষন হাই স্কুলের অষ্টম শ্ৰেনীর পড়ুয়া।
 
 
advertisement
মেয়েদের দলে জায়গা পেয়েছে প্রিয়াঙ্কা বাড়ুই, বাড়ি মালদহ শহরের আমবাজার, রামকিঙ্কর গালস হাই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। মালদহ জেলা শুটিং বল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এই বছরে। বেঙ্গল শুটিং বল অ্যাসোসিয়শনের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন তৈরির প্রথম বছরেই চারজন উঠতি প্রতিভা শুটিং বল প্রতিযোগিতায় রাজ্য দলে জায়গা করে নিয়েছে। শুটিং বল দলে ১২ জন খেলোয়াড় থাকে। সব জুনিয়র পুরুষ বিভাগে ১২ জনের মধ্যে তিনজন মালদহ জেলার। মহিলা দলে একজন সুযোগ পেয়েছে।
advertisement
 
রাজ্য জুড়ে শুটিং বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়ারদের বাছাই করা হয়েছে। রাজ্যের মোট ৯৫ জন খেলোয়ারদের মধ্যে ১৫ জন করে দুটি দল তৈরি করা হয়েছে। বেঙ্গল শুটিং বল অ্যাসোসিয়েশনের কর্তারা মালদহে এসেছিলেন। সেখানেই এই চারজন বাছাই পর্বে সুযোগ পেয়েছে। মঙ্গলবার রাতে চারজন খেলার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে দলের সঙ্গেবিহার যাবে। আগামী দুই সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতা শুরু।
advertisement
 
মালদহ শুটিং বল অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা কোচ অসিত পাল বলেন, এই প্রথম আমাদের জেলা থেকে কোন খেলোয়াড় শুটিং বল রাজ্য দলের সুযোগ পেয়েছে। এতদিন মালদহে কোন শুটিং বল কমিটি ছিলনা। এই বছর নতুন কমিটিও তৈরি হয়েছে। জেলার মোট চারজন খুদে প্রতিভাবান প্লেয়ার সুযোগ করে নিয়েছে রাজ্য দলে। আগামীতে তারা ভালো খেলুক এই আমরা চাই।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: সাব জুনিয়র শুটিং বল বাংলা দলে মালদহের চার খুদে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement