Malda: জন্মের পরেই নবজাতকের স্ক্রিনিং! আধুনিক চিকিৎসা পরিষেবা চালু মালদহে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নবজাতকের জন্মগত ত্রুটি ধরতে বিশেষ চিকিৎসা পরিষেবা চালু করল মালদহ জেলা স্বাস্থ্য দফতর। জন্মের পরেই সরকারি উদ্যোগে বিনামূল্যে নবজাতকের স্ক্রিনিং করা হচ্ছে গোটা শরীরের।
#মালদহ : নবজাতকের জন্মগত ত্রুটি ধরতে বিশেষ চিকিৎসা পরিষেবা চালু করল মালদহ জেলা স্বাস্থ্য দফতর। জন্মের পরেই সরকারি উদ্যোগে বিনামূল্যে নবজাতকের স্ক্রিনিং করা হচ্ছে গোটা শরীরের। জন্মগত কোন ত্রুটি রয়েছে কি না তা নির্নয় করতে। গত ১৫ অগষ্ট থেকে মালদহ জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা চালু করা হয়েছে। মূলত যে সমস্ত হাসপাতালে মাতৃমা পরিষেবা রয়েছে বা প্রসূতি বিভাগ রয়েছে। মালদহ জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, পরিষেবা চালুর পর থেকে বেশ কিছু নবজাতকের জন্মগত ত্রুটি ধরা পড়েছে। তাদের দ্রুত চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগে।
নবজাতকের জন্মগত ত্রুটি স্ক্রিনিং করার মূল লক্ষ্য হলো, জন্মের পরেই নবজাতকদের কোন সমস্যা থাকলে সেগুলির দ্রুত চিকিৎসা করা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে মাতৃমা পোর্টাল চালু করা হয়েছে। এই মাতৃমা পোর্টালের মাধ্যমে প্রসূতি ও শিশুদের সমস্ত রকমের নথি নথিভূক্ত করা থাকে এই অনলাইন মাধ্যমে। শুধু তাই নয় বর্তমানে বিয়ের পর থেকেই কোন দম্পতির সমস্ত রকম তথ্য এখানে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ স্বাস্থ্য দফতরের উদ্যোগে মালদহে 'মিশন মুড', চোখের অপারেশন শেষ হবে দ্রুত
বিশেষ করে তাদের সন্তান নেওয়ার পরিকল্পনা থেকে সন্তান জন্মানো পর্যন্ত নিয়মিত সমস্ত তথ্য এখানে দেওয়া হয়ে থাকে। কোন প্রসূতি নিয়মিত চিকিৎসা করছেন কি না। চিকিৎসা করালে কতবার চিকিৎসকের কাছে যাচ্ছেন। এই সমস্ত তথ্য দেওয়া থাকে। কোন শিশু জন্মানোর পর থেকেও তার সমস্ত তথ্য এখানে থাকে। এই মাতৃমা পোর্টালে নতুন সংযোজন হিসাবে চালু করা হলো নবজাতকের স্ক্রীনিং। এই পরিষেবা চালুর ফলে নবজাতকদের চিকিৎসা পরিষেবার আরো উন্নত হল এমনটাই দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অনাবৃষ্টির জের! যোগানের অভাবে সঙ্কটে শোলা শিল্পীরা
এমনকি এই পরিষেবা চালু না থাকায় বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায় বড় হওয়ার পর শিশুদের অনেক সমস্যা ধরা পড়ে। কিন্তু জন্মের পরেই স্ক্রিনের মাধ্যমে সেই রোগ বা সেই সমস্যা দ্রুত ধরা সম্ভব হবে। এতে সমস্যা দেখা দেওয়ার আগেই শিশুদের সুস্থ করা সম্ভব হবে। মালদহ জেলা স্বাস্থ্য দপ্তরের শিশু চিকিৎসা পরিষেবার আরো এক ধাপ উন্নতি ঘটলো। এতে গ্রামীন এলাকার বহু সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা পাবে। অনেক কিছুই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে এই পরিষেবা চালুর ফলে।
advertisement
Harashit Singha
Location :
First Published :
August 30, 2022 2:50 PM IST