পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ইংরেজ বাজারে নিয়ন্ত্রিত বাজার চত্বরে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করছিল সাহাদাত শেখ নামের ওই তরুণ। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে। তার কথায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তল্লাশি শুরু করে। এরপর তল্লাশিতে তার কাছে একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের মধ্যে থাকা প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ অফিসারদের। তার ভেতর থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। প্রায় ২০২ গ্রাম ব্রাউন সুগার ছিল। চোরা বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা!
advertisement
আরও পড়ুন: বন্দুক সহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে! ধৃত আরও ২
ধৃত সাহাদাত শেখের বাড়ি কালিয়াচক এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওই তরুণ ব্রাউন সুগারের প্যাকেটটি অন্য এক পাচারকারীকে দেওয়ার জন্য সেখানে ঘোরাঘুরি করছিল। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। এই পাচার চক্রের জাল আরও কতদূর বিস্তৃত তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এত অল্প বয়সী একজন মাদক পাচারকারীদের ক্যারিয়ার হিসেবে কাজ করছে এই বিষয়টি পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
হরষিত সিংহ