South 24 Parganas News: বন্দুক সহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে! ধৃত আরও ২
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি সহ ধরা পড়ল ভাঙরের প্রাক্তন সিপিএম বিধায়কের ছোট ছেলে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। এবার অস্ত্র সহ ধরা পড়লেন প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে! দুটি পৃথক ঘটনায় দক্ষিণ ২৪ পরগনা থেকে অস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই একের পর এক জেলা থেকে অস্ত্র-বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে। ফলে পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। তবে সিপিএম বিধায়কের ছেলে অস্ত্র সহ ধরা পড়ায় বিষয়টিতে রাজনৈতিক রঙও লেগেছে।
রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা ভাঙড়ে রিভলবার সহ আনারুল জমাদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছোট ছেলে। ধৃত আনারুল এলাকায় সক্রিয়ভাবে সিপিএম করতেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তিনি আইএসএফ-এর সমর্থকও ছিলেন বলে এলাকার মানুষ জানিয়েছে। তাঁর কাছ থেকে একটি রিভলবার ছাড়াও পাঁচ রাউন্ড গুলি পেয়েছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ভাঙড় বাজারে হানা দিয়ে আনারুল জমাদারকে গ্রেফতার করে। অভিযোগ সে ওই আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য সেখানে ঘোরাঘুরি করছিল। যদিও দলের প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতারিকে চক্রান্ত বলে দাবি করেছে সিপিএম জেলা নেতৃত্ব।
advertisement
advertisement
অন্যদিকে রবিবার সন্ধেয় জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ধোসা অঞ্চলের গোবিন্দপুর গাজীর মোড়ে সন্দেহজনকভাবে দু'জন ঘোরাফেরা করছে। এরপরই ধোসা ক্যাম্পের এসআই সামায়ন বাসার এবং জয়নগর থানার এসআই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ হাসান মোল্লা ও মশিবুর মোল্লাকে গ্রেফতার করে তারা। তাদের কাছ থেকে একটি পাইপ গান ও দু'রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই ধৃতের বাড়ি কুলতলির কীর্তনখোলা এলাকায়।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বন্দুক সহ গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে! ধৃত আরও ২