Birbhum News : পৌষ সংক্রান্তিতে 'স্বপ্নের' পিকনিক, আনন্দ-হুল্লোড়ে মাতলেন এই বিশেষ জায়গার আবাসিকরা

Last Updated:

পৌষ সংক্রান্তিতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে পিকনিকের আনন্দে মাতলেন নাট্য কর্মীরা। এক অন্যরকম বনভোজনের সাক্ষী থাকল সিউড়ি

+
স্বপ্নপুরী

স্বপ্নপুরী এক্সপ্রেস

বীরভূম: নাম তার স্বপ্নপুরী এক্সপ্রেস। সেখানেই স্বপ্নের পিকনিকে মেতে উঠলেন আবাসিকরা! বুঝতে অসুবিধা হচ্ছে? বীরভূমের এক বৃদ্ধাশ্রম হল 'স্বপ্নপুরী এক্সপ্রেস'। পৌষ সংক্রান্তির দিন এখানকার বয়স্ক আবাসিকরা মেতে উঠলেন নির্ভেজাল পিকনিকে। তাঁদের নিয়ে এই আয়োজনে এগিয়ে আসে এলাকারই এক নাটকের দল।
সিউড়ির কড়িধ্যা গ্রামে অবস্থিত স্বপ্নপুরী এক্সপ্রেস। মাস তিনেক আগে তার পথচলা শুরু হয়। মূলত অসহায়, সহায় সম্বলহীন পরিবারের বয়স্করা এখানে ঠাঁই পেয়েছেন। সেই স্বপ্নপুরীর 'যাত্রীদের' নিয়ে রবিবার পিকনিকের আয়োজন করে সিউড়ির ইয়ং নাট্য সংস্থা। সেখানে রীতিমতো চেটেপুটে নির্ভেজাল আনন্দের স্বাদ নেন আবাসিকরা।
সিউড়ি ইয়ং নাট্য সংস্থার সদস্যরা নাট্যচর্চার পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত। তাঁদের সেই মনোভাবেরই অঙ্গ হিসেবে রবিবার স্বপ্নপুরী এক্সপ্রেসের বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় পিকনিক বা বনভোজন। সেখানে ওই বৃদ্ধাশ্রমের আবাসিকরা ছাড়াও নাট্য সংস্থার সদস্য ও তাঁদের পরিবারের লোকজন‌ও হাজির ছিলেন। পেটপুরে খাওয়া-দাওয়ার পাশাপাশি গান-বাজনা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।
advertisement
advertisement
পিকনিকের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, মিক্সড-ভেজ, চিকেন, চাটনি, মিষ্টি। সিউড়ি ইয়ং নাট্য সংস্থার তরফ থেকে জানানো হয়, খাওয়া-দাওয়ার থেকেও আনন্দ ভাগ করে নেওয়াটাই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন উৎসবের মতোই পিকনিক‌ও এখন উৎসবে পরিণত হয়েছে। আর এই উৎসবে বহু মানুষকেই আনন্দে মাতোয়ারা হতে দেখা যায়। সেখানে স্বপ্নপুরী এক্সপ্রেসের প্রবীণ আবাসিকরা এই উৎসবের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকলে তা ভালো দেখায় না। আর তাই তাঁদের এই অন্যরকম পিকনিকের আয়োজন। নতুন বছরের দ্বিতীয় রবিবার সকলের সঙ্গে পিকনিকের আনন্দে মেতে উঠতে পেরে খুশি বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকরাও।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : পৌষ সংক্রান্তিতে 'স্বপ্নের' পিকনিক, আনন্দ-হুল্লোড়ে মাতলেন এই বিশেষ জায়গার আবাসিকরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement