Solid-waste management: নীল-সবুজ বলতির সলিড ওয়েস্ট প্রকল্প এবার এই পুরসভাতেও

Last Updated:

রাজ্যের বহু পুর এলাকাতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হয়ে গিয়েছে। যদিও উত্তরবঙ্গের জলপাইগুড়ি পুরসভা এতদিন সেই তালিকার বাইরে ছিল। তবে এবার সেখানেও পচনশীল বর্জ্য থেকে সার তৈরির এই প্রকল্প শুরু হল

+
সলিড

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

জলপাইগুড়ি: শিলিগুড়ির কাছেই অবস্থিত হলেও জলপাইগুড়ি শহরে নোংরা আবর্জনা জমে থাকার অভিযোগ বহুদিনের। সেই পরিস্থিতি বদলাতে কাজ শুরু হল। পুর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হয়েছে জলপাইগুড়িতে। আর এই নতুন প্রকল্পের প্রচারে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভুরছেন পুরপ্রধান ও উপ-পুরপ্রধান।
জলপাইগুড়ি শহরের প্রতিটি ওয়ার্ড যেন সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকটি মাথায় রেখে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা করা হয়েছে। মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া রোগের সংক্রমণ থেকে পুরবাসীকে বাঁচানোও এই প্রকল্পের অন্যতম একটি উদ্দেশ্য। আর তাতে পুরকর্তারা যে একেবারে জোরকদমে ময়দানে নেমে পড়েছেন তা চোখের সামনেই দেখা গেল। জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে নতুন প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল পুরপ্রধান পাপিয়া পাল ও উপ-পুরপ্রধান সৈকত চ্যাটার্জিকে। ওয়ার্ডের কাউন্সিলরও উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
এই প্রকল্প সঠিকভাবে রূপায়নের জন্য জলপাইগুড়ির ২৫ টি ওয়ার্ডের প্রতিটি বাড়িতে একটি নীল বালতি ও একটি সবুজ বালতি দেওয়া হয়েছে। অপচনশীল বর্জ্য (প্লাস্টিক প্যাকেট, ওষুধের ফয়েল ইত্যাদি) নীল বালতিতে ফেলতে হবে। পচনশীল বর্জ্য (কাঁচা আনাজ, সবজির খোসা, অতিরিক্ত খাবার, ছেঁড়া কাপড় ইত্যাদি) সবুজ বালতিতে ফেলতে হবে। পরে এই পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার। সেই সার কৃষি কাজে ব্যবহৃত হতে পারে বলে জানান উপ-পুরপ্রধান সৈকত চ্যাটার্জী। এদিকে এলাকার বাসিন্দারা পুরপ্রধান, উপ-পুরপ্রধানকে কাছে পেয়ে বেহাল রাস্তা, ড্রেন সহ কালভার্ট সংস্কারের দাবি জানান। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Solid-waste management: নীল-সবুজ বলতির সলিড ওয়েস্ট প্রকল্প এবার এই পুরসভাতেও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement