Howrah News: বর্ষায় ভেজা বিছানায় পড়ে থাকেন বৃদ্ধা, ওষুধের খরচ যোগাতে পারে না পরিবার, তবু নাম নেই সরকারি প্রকল্পের তালিকায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
হাঁটতে-চলতে পারেন না। এক প্রকার চলশক্তিহীন হয়ে পড়ে থাকেন এক ফালি ঘরের মধ্যে। তবুও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান না বৃদ্ধা। বার বার আবেদন করেও কোনও ফল হয়নি
হাওড়া: রাজ্যের শাসকদলের নেতাকর্মীরা বড় মুখ করে বলেন, বাংলায় এমন একটাও বাড়ি নেই যেখানে কোনও না কোনও সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছয়নি। তাঁরা খুব একটা ভুল বলেন না। বর্তমানে জন্মের সময় 'শিশু সাথী' প্রকল্প থেকে শুরু করে মৃত্যুকালে 'সমব্যথী', অসংখ্য সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সরকারি হিসেবে প্রায় ৬০ টি-রও বেশি সরকারি প্রকল্প চলছে রাজ্যজুড়ে। তার সুফল বহু মানুষ পাচ্ছেন। কিন্তু হাওড়ার গঙ্গাধরপুরের বিভা মালের ভাগ্য বোধহয় অতটা সুপ্রসন্ন নয়। তাই হাত-পা পড়ে গিয়ে প্রায় চলশক্তিহীন অবস্থা হলেও হতদরিদ্র পরিবারের এই বৃদ্ধা কোনও প্রকল্পেরই সুবিধা পান না!
আর কয়েক মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে জনসংযোগের লক্ষ্যে এবং আমজনতার অভাব অভিযোগ শুনতে দলের নেতাকর্মীদের ময়দানে নামিয়ে দিয়েছে। 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচি নিয়ে তারা সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন। ঠিক সেই সময়ই জানা গেল, প্রায় ১২ বছর ধরে একরকম শয্যাশায়ী বৃদ্ধা বিভা মাল। তাঁর হাত দুটো কাজ করে না, পায়েও সেরকম জোর নেই। ফলে হাঁটতেও পারেন না। ঠিক করে কথাও বলাতে পারেন না, সব কথা জড়িয়ে জড়িয়ে যায়। এদিকে সংসারে ভয়াবহ আর্থিক অনটন ছেলেদেরই নুন আনতে পান্তা ফুরনো অবস্থা। থাকেন টালির চালের এক ভগ্নপ্রায় বাড়িতে। বিভা মালের পরিজনদের অভিযোগ, দুয়ারে সরকার শিবিরে গিয়ে একাধিকবার বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানালেও কোনও এক অজ্ঞাতক কারণে তাঁরা কোনও সুবিধাই পাননি।
advertisement
advertisement
লকডাউনের পর থেকে এই বৃদ্ধার পরিবারের আর্থিক সমস্যা আরও বেড়েছে। দুই ছেলের মধ্য একজন কারখানার শ্রমিক, অন্যজন প্রায় বেকার। দিন আনি দিন খাই অবস্থা। ভাঙা টালির ছাউনির একটা ছোট্ট ঘরে থাকেন ওই বৃদ্ধা। বর্ষায় বৃষ্টি হলেই ঘরের মধ্যে তৈরি হয় ঝর্ণাধারা! ভেজা বিছানাতেই শুয়ে থাকতে হয় বিভা মালকে।
advertisement
সেই তিনি কেন রাজ্য সরকারের কোনও প্রকল্পেরই সুবিধা পাননি তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বর্তমানে ওই বৃদ্ধার গুরুত্বপূর্ণ ওষুধ পর্যন্ত কিনতে পারছে না পরিবার। এই অবস্থায় প্রশাসনের সহৃদয় ভূমিকার দিকে তাকিয়ে আছে বিভা মালের গোটা পরিবার।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 12:53 PM IST