আরও পড়ুন: বিশ্বকর্মাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের
শুধুমাত্র রথবাড়ি নয়, মালদহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং চিহ্ন তৈরি করা হবে পুলিশের পক্ষ থেকে। যাতে সাধারণ মানুষ নির্দিষ্ট জায়গা দিয়েই রাস্তা পারাপার করতে পারে। এছাড়াও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ ও ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আরও বেশি উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সিগন্যালের কাছে রাস্তার উপর বাংলা ও ইংরেজি হরফে ‘থামুন’ বা ‘স্টপ’ লেখা হচ্ছে। গাড়ি চালকেরা রাস্তার উপরে ট্রাফিক সিগন্যাল লাল হলে সেখানেই থামবে। গোটা রাস্তা জুড়ে লেখা হচ্ছে স্টপ। এতে করে চালকেরা সহজে বুঝতে পারবেন ট্রাফিক সিগন্যাল লাল হলে ঠিক কোথায় দাঁড়াতে হবে।
advertisement
মালদহ জেলাজুড়ে ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে জেলা পুলিশের পক্ষ থেকে আধুনিক একটি মেশিন দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে। এই মেশিনের সাহায্যেই ট্রাফিক পুলিশের কর্তারা রাস্তার বিভিন্ন মোড়ে জেব্রা ক্রসিং, স্টপ, রাস্তার দুই ধারের মার্ক চিহ্ন তৈরি করছেন। ডিএসপি ( ট্রাফিক) বিপুল ব্যানার্জি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিং ছিল না। নতুন করে জেব্রা ক্রসিং তৈরি করা হচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ট্রাফিক সিস্টেম ব্যবস্থার সংস্কার করা হচ্ছে।
হরষিত সিংহ