আরও পড়ুন: রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর! যে কোনও দিনই হবে ভোট, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
ইংরেজবাজার পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় এদিন ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই বহুতল আবাসনের নিচে আছে একটি সোনা দোকানের শোরুম। তার উপরে আছে আবাসিকরা। বহুতলের বেসমেন্টে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বালুচর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। এসে পৌঁছন ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
advertisement
জানা গিয়েছে এই আবাসনের বেসমেন্টে ইলেকট্রিক মিটারগুলো আছে। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা। শর্ট সার্কিট থেকে আগুন ধরেছিল এমনটাই দাবি দমকলের। ওই আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুরসভা। এর আগেও শহরের কানির মোড়ে একটি আবাসনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
হরষিত সিংহ