Supreme Court: রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর! যে কোনও দিনই হবে ভোট, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলকে ‘চ্যালেঞ্জ’ করে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলারই শুনানি চলছে৷ গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের তথ্য তলব করেছিল সুপ্রিম কোর্ট৷
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে যে কোও দিন নির্বাচন ঘোষণা হতে পারে৷ কিন্তু, গোটা বিষয়টাই নির্ভর করছে নির্বাচন কমিশন এবং জম্মু-কাশ্মীরের স্টেট পোল প্যানেলের উপরে৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের সামনে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জম্মু ও কাশ্মীরে তিনটি পর্যায়ে নির্বাচন হবে৷ প্রথমে হবে পঞ্চায়েত নির্বাচন, তারপরে পুর নির্বাচন এবং তারপরে বিধানসভা নির্বাচন৷
জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারা বাতিলকে ‘চ্যালেঞ্জ’ করে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলারই শুনানি চলছে৷ আজও ছিল শুনানি। গত মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের তথ্য তলব করেছিল সুপ্রিম কোর্ট৷
আরও পড়ুন: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
ওইদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অ্যাটর্নি জেনারেল এবং কেন্দ্রীয় সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছিসেন, তাঁরা যেন কেন্দ্রের কাছে জেনে আসেন, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের কোনও ‘টাইমফ্রেম’ আছে কি না৷ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ‘রোডম্যাপ’ই বা কি, তা নিয়েও জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি৷
advertisement
advertisement
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেছিলেন, ‘‘গণতন্ত্র ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই রকম পরিস্থিতি চিরকাল চলতে পারে না…’’
যদিও জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার আদালতকে কোনও নির্দিষ্ট ‘টাইমফ্রেম’ দিতে অস্বীকার করে কেন্দ্র৷
advertisement
২০১৯-এর ৩১ অক্টোবরের পর থেকে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যা এতদিন ওই রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিত, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক৷ ভেঙে দেওয়া হয় সেখানকার বিধানসভা৷ তৈরি করা হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের কেন্দ্রশাসিত অঞ্চল৷ তখনই অবশ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 31, 2023 1:55 PM IST