আরও পড়ুন: জি-২০ তে তিব্বত সমস্যা তোলার দাবিতে পদযাত্রা
গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তা তৈরির জন্য পঞ্চায়েত ফলক পুঁতলেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের ঝিকোডাঙা গ্রামের মানুষ প্রশাসনের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, তিন-চার বছর আগে লাল মাটির মোড়ামের রাস্তা হয়েছিল। তারপর থেকে আর কোনও কাজ হয়নি। আশেপাশের সমস্ত গ্রামের রাস্তা পাকা হলেও এই গ্রামের রাস্তা এখনও তৈরি হয়নি। চরম সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
দীর্ঘ দুই দশক সংস্কারের অভাবে কার্যত বেহাল দশা পারো থেকে ঝিকোডাঙা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার। পার্শ্ববর্তী ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ রোজ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। কিন্তু এই রাস্তার বেহাল অবস্থার কারণে গ্রামে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না, কেউ অসুস্থ হয়ে পড়লে আসতে পারে না অ্যাম্বুলেন্স। এদিকে কিছু দিন আগেই পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের কয়েক হাজার কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও হরিশ্চন্দ্রপুরের এই রাস্তাটির ভাগ্যে শিকে ছেঁড়েনি। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমন করতে গিয়ে পঞ্চায়েত প্রধান বিমানবিহারী বসাক কিছুটা সাফাইয়ের সুরে বলেন, কেন্দ্র এনআরজিএস প্রকল্পের টাকা বন্ধ রাখায় রাস্তার কাজ শুরু করা যাচ্ছে না।
হরষিত সিংহ