Jalpaiguri News: জি-২০ তে তিব্বত সমস্যা তোলার দাবিতে পদযাত্রা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
তিব্বতি ইয়ুথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি গনপো ধুনডুপের নেতৃত্বে এই পদযাত্রা আয়োজিত হয়। ভারত ও নেপালে বসবাসকারী মোট ৮৭ জন তিব্বতি এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন।
জলপাইগুড়ির: ভারতে আয়োজিত হতে চলা জি-২০ বৈঠকে তিব্বত সমস্যার কথা তুলে ধরার দাবি জোরালো হল। তিব্বতে চিনা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার লক্ষ্যে ‘টিবেট ম্যাটারস মার্চ’ পদযাত্রা আয়োজিত করল টিবেটান ইয়ুথ কংগ্রেস। ২৯ এপ্রিল তিব্বতি শহিদ দিবস উপলক্ষে গ্যাংটক থেকে এই পদযাত্রা শুরু হয়। তা অসমের তেজপুর হয়ে ডুয়ার্সে এসে পৌঁছেছে।
তিব্বতি ইয়ুথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি গনপো ধুনডুপের নেতৃত্বে এই পদযাত্রা আয়োজিত হয়। ভারত ও নেপালে বসবাসকারী মোট ৮৭ জন তিব্বতি এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। পদযাত্রাটি মালবাজারে এসে পৌঁছলে সংগঠনের ওদলাবাড়ি শাখার পক্ষ থেকে তেনজিং লামা সহ বাকি সদস্যরা তাঁদের অভ্যর্থনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতি ইয়ুথ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি গনপো ধুনডুপ বলেন, মূলত তিনটি দাবিকে সামনে রেখে এক মাসব্যাপী এই পদযাত্রা আয়োজন করা হয়েছে। জি-২০ গোষ্ঠীর নেতৃত্বে বর্তমানে ভারতবর্ষ রয়েছে। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন। সেখানে তিব্বত সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। তিব্বতে চিনের আগ্রাসন নিয়ে আলোচনা করতে হবে বলে তিনি দাবি তোলেন।
advertisement
advertisement
তিব্বতি ইয়ুথ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, চিনা আগ্রাসনের আগে তিব্বতের মানুষ অত্যন্ত সুখী ছিল। কিন্তু গত ৬৪ বছর ধরে চিন সরকার তিব্বতের সব প্রাকৃতিক সম্পদ শুষে নিচ্ছে বলে অভিযোগ তোলা হয়। পাশাপাশি তাঁদের অভিযোগ, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের উপর যে হারে একের পর এক বাঁধ নির্মান করা হচ্ছে তাতে আগামী দিনে এই নদ দু’টো তো বটেই, এদের শাখা নদীতেও তীব্র জলসঙ্কট দেখা দিতে দেবে। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর এর সরাসরি প্রভাব পড়বে বলে তিনি জানান।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 2:19 PM IST