Murshidabad News: গঙ্গার ভাঙন ঠেকাতে তৈরি হচ্ছে পচা বাঁশের খাঁচা! সামশেরগঞ্জে তুঙ্গে বিতর্ক

Last Updated:

কচি ও পচা বাঁশ দিয়ে গঙ্গার পাড় বাঁধানোর খাঁচা তৈরির কাজ চলছে। এতে ভাঙন সমস্যার কোন‌ও সুরাহা হবে না বলে দাবি এলাকার মানুষের। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি, এইভাবে নিম্নমানের বাঁধ তৈরি করে লক্ষ লক্ষ টাকা মুনাফা করছেন ঠিকাদাররা।

+
title=

মুর্শিদাবাদ: গঙ্গার ভাঙন ঠেকাতে সামশেরগঞ্জে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। কিন্তু বাঁধ তৈরির ক্ষেত্রে যে সকল উপাদান ব্যবহার করা হচ্ছে তা দেখে চক্ষু চড়কগাছ এলাকার মানুষের। কাঁচা ও পচা বাঁশ দিয়ে তৈরি বাঁধ কীভাবে ভাঙন ঠেকাবে তা বুঝে উঠতে পারছেন না ভাঙন সমস্যায় বিপর্যস্ত মানুষরা।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও ফরাক্কা গঙ্গা ভাঙনে বিধ্বস্ত বললেও কম বলা হবে। সামনেই বর্ষার মরশুম। এই সময় নদী ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা। আর তাই বর্ষা আসার আগেই সামশেরগঞ্জের কামালপুর এলাকায় শুরু হয়েছে নদী বাঁধ মেরামতির কাজ। এখানকার বড় মসজিদের সামনে বাঁধ মেরামতির অঙ্গ হিসেবে খাঁচা তৈরি করছে ঠিকাদারের লোকজন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কচি ও পচা বাঁশ দিয়ে গঙ্গার পাড় বাঁধানোর খাঁচা তৈরির কাজ চলছে। এতে ভাঙন সমস্যার কোন‌ও সুরাহা হবে না বলে দাবি এলাকার মানুষের। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবি, এইভাবে নিম্নমানের বাঁধ তৈরি করে লক্ষ লক্ষ টাকা মুনাফা করছেন ঠিকাদাররা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁচা বাঁশ নয়, পাকা বাঁশ দিয়ে করা হোক বাঁধের খাঁচার কাজ। পেশায় চিকিৎসক এক বাসিন্দার দাবি, এভাবে ভাঙন আটকানো যাবে না। সরকার টাকা খরচ করলেও ঠিকাদারদের অতিরিক্ত মুনাফার লোভের কারণে ভাঙন সমস্যা বেশি জটিল হয়ে উঠছে বলে তিনি অভিযোগ করেন।
advertisement
তবে নদীর বাঁধ মেরামতি নিয়ে বিতর্ক মুর্শিদাবাদে নতুন নয়। এর আগে বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাঁধানোকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। আসলে নদী ভাঙন মুর্শিদাবাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফি বছর হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। শয়ে শয়ে মানুষ ভিটেমাটি হারিয়ে রাতারাতি রাজা থেকে ফকিরে পরিণত হচ্ছেন। এই অবস্থায় বাঁধ মেরামতের কাজে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করতে রাজি নন এই জেলার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গঙ্গার ভাঙন ঠেকাতে তৈরি হচ্ছে পচা বাঁশের খাঁচা! সামশেরগঞ্জে তুঙ্গে বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement