আরও পড়ুন: বাস টার্মিনাস না মজা পুকুর! বীরপাড়া এলে এই প্রশ্ন ভাবাতে পারে আপনাকে
পরিবারের আর্থিক অনটনের কারণে রাজ্য অ্যাথলেটিক্সে অদিতির অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে তার সহায় হয়ে দেখা দিলেন মালদহের জেলাশাসক। জেলা যুব ক্রীড়া দফতরের পাশাপাশি ব্যক্তিগতভাবে অদিতিকে আর্থিক সাহায্য করলেন নীতিন সিংঘানিয়া। এর ফলে রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে এই দশম শ্রেণির পড়ুয়ার আর কোনও বাধা রইল না।
advertisement
হবিবপুরের ঋষিপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে বাড়ি অদিতি মণ্ডলের। সে ঋষিপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। বাবা জঙ্গলু মণ্ডল রাজমিস্ত্রির কাজ করেন। ছোটো থেকেই খেলাধূলোর প্রতি আগ্রহ। স্কুল স্তরের প্রতিযোগিতায় একাধিক সাফল্য পেয়েছে। দৌড় প্রতিযোগিতায় রাজ্য স্তরে অংশ নিয়েছে এর আগে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪০০ মিটার, ৮০০ মিটার, রানিং ব্রেক জাম্পে একাধিক সাফল্য পেয়েছছ। মালদহ ও মুর্শিদাবাদে আয়োজিত ম্যারাথন দৌড়েও সাফল্য পেয়েছে। অবশেষে তার স্বপ্ন সফল হতে চলেছে জেলাশাসক সহ বহু মানুষের সাহায্য ও শুভেচ্ছার হাত ধরে।
হরষিত সিংহ