TRENDING:

Malda News: দুঃস্থ ক্রীড়াবিদকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য জেলাশাসকের

Last Updated:

মালদহের দুঃস্থ ক্রীড়াবিদ অদিতি মণ্ডলকে আর্থিক সাহায্য জেলাশাসকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: খুব ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ। জেলাস্তরে একের পর এক সাফল্য‌ও পেয়েছে। মাত্র ১৬ বছর বয়সেই সকলের নজর কেড়েছে অদিতি মণ্ডল। জেলা স্তরে একাধিক সাফল্য অর্জনের পর এবার সুযোগ পেয়েছে রাজ্য অ্যাথলেটিক্সে। কিন্তু পরিবারের তীব্র আর্থিক অনটন তার খেলাধুলোর পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এই খুদে ক্রীড়াবিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া।
advertisement

আরও পড়ুন: বাস টার্মিনাস না মজা পুকুর! বীরপাড়া এলে এই প্রশ্ন ভাবাতে পারে আপনাকে

পরিবারের আর্থিক অনটনের কারণে রাজ্য অ্যাথলেটিক্সে অদিতির অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে তার সহায় হয়ে দেখা দিলেন মালদহের জেলাশাসক। জেলা যুব ক্রীড়া দফতরের পাশাপাশি ব্যক্তিগতভাবে অদিতিকে আর্থিক সাহায্য করলেন নীতিন সিংঘানিয়া। এর ফলে রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে এই দশম শ্রেণির পড়ুয়ার আর কোনও বাধা রইল না।

advertisement

হবিবপুরের ঋষিপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে বাড়ি অদিতি মণ্ডলের। সে ঋষিপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। বাবা জঙ্গলু মণ্ডল রাজমিস্ত্রির কাজ করেন। ছোটো থেকেই খেলাধূলোর প্রতি আগ্রহ। স্কুল স্তরের প্রতিযোগিতায় একাধিক সাফল্য পেয়েছে। দৌড় প্রতিযোগিতায় রাজ্য স্তরে অংশ নিয়েছে এর আগে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ৪০০ মিটার, ৮০০ মিটার, রানিং ব্রেক জাম্পে একাধিক সাফল্য পেয়েছছ। মালদহ ও মুর্শিদাবাদে আয়োজিত ম্যারাথন দৌড়েও সাফল্য পেয়েছে। অবশেষে তার স্বপ্ন সফল হতে চলেছে জেলাশাসক সহ বহু মানুষের সাহায্য ও শুভেচ্ছার হাত ধরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: দুঃস্থ ক্রীড়াবিদকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য জেলাশাসকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল