TRENDING:

Malda: পুকুরের আকার নিয়েছে জাতীয় সড়ক, চরম ভোগান্তি গাড়ি চালকদের!

Last Updated:

দিনের পর দিন জমে রয়েছে বৃষ্টির জল। নিয়মিত বৃষ্টি হতে থাকায় মাঝে মধ্যেই জল থৈ থৈ করছে জাতীয় সড়কের একাংশ জুড়ে। সেখান দিয়েই যাতাযাত করছে বড় ছোট সব ধরণের যানবাহন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : দিনের পর দিন জমে রয়েছে বৃষ্টির জল। নিয়মিত বৃষ্টি হতে থাকায় মাঝে মধ্যেই জল থৈ থৈ করছে জাতীয় সড়কের একাংশ জুড়ে। সেখান দিয়েই যাতাযাত করছে বড় ছোট সব ধরণের যানবাহন। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় পিচের চাদর উঠে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। জলের উপর দিয়ে পারাপার করতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। মাঝে মধ্যেই গর্তে পড়ে উল্টে যাচ্ছে টোটো থেকে বাইক। মালদহ শহরের রথবাড়ি মোড় সংলগ্ন জাতীয় সড়কের এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। জাতীয় সড়কের নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় এমন সমস্যা। প্রশাসনকে বহুবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি দাবি এলাকার বাসিন্দাদের। মালদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত রথবাড়ি। প্রতিদিন এই রথ বাড়ির উপর দিয়ে ছোট বড় প্রচুর গাড়ি যাতায়াত করে। মালদহ কলেজ সংলগ্ন জাতীয় সড়কের বিপরীত দিকে দীর্ঘদিন ধরেই নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
advertisement

যার জেরে ওই এলাকায় প্রায় ১০০ মিটার জুড়ে জল জমে থাকছে নিয়মিত। জমা জলের উপর দিয়েও বাস ও অন্যান্য ছোট গাড়ি যাতায়াত করছে। বৃষ্টি হলেই জল উপচে পড়ছে রাস্তার পাশের দোকানগুলিতে। জলে ওপর দিয়ে টোটো চালচল করতে গিয়ে নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বহুবার এলাকার বাসিন্দারা।

advertisement

আরও পড়ুনঃ প্রায়ই ঘটছে কেপমারি, ছিনতাই! মালদহ মেডিকেলে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ

ইংরেজবাজার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের বেশ কিছু এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলছে। বেশ কিছু এলাকার ড্রেনে আবর্জনা জমে জল যাওয়া বন্ধ হয়ে পড়েছে। যার যেটা বেশ কিছু এলাকায় অল্প বৃষ্টিতে জল জমে থাকছে। তাই পুরসভার পক্ষ থেকে একাধিক ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ চমৎকার উদ্যোগ! মেয়ের অন্নপ্রাশনে কি করলেন স্বেচ্ছাসেবী কর্মী বাবা!

ড্রেনগুলি সংস্কার হলেই যে সমস্ত এলাকায় জল জমছে তা নেমে যাবে। সমস্যার সমাধান হবে বেশ কিছু এলাকার। রথবাড়ি জাতীয় সড়কের ধারেও ড্রেনেজ সিস্টেম সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

advertisement

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: পুকুরের আকার নিয়েছে জাতীয় সড়ক, চরম ভোগান্তি গাড়ি চালকদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল