যার জেরে ওই এলাকায় প্রায় ১০০ মিটার জুড়ে জল জমে থাকছে নিয়মিত। জমা জলের উপর দিয়েও বাস ও অন্যান্য ছোট গাড়ি যাতায়াত করছে। বৃষ্টি হলেই জল উপচে পড়ছে রাস্তার পাশের দোকানগুলিতে। জলে ওপর দিয়ে টোটো চালচল করতে গিয়ে নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বহুবার এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ প্রায়ই ঘটছে কেপমারি, ছিনতাই! মালদহ মেডিকেলে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ
ইংরেজবাজার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের বেশ কিছু এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলছে। বেশ কিছু এলাকার ড্রেনে আবর্জনা জমে জল যাওয়া বন্ধ হয়ে পড়েছে। যার যেটা বেশ কিছু এলাকায় অল্প বৃষ্টিতে জল জমে থাকছে। তাই পুরসভার পক্ষ থেকে একাধিক ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ চমৎকার উদ্যোগ! মেয়ের অন্নপ্রাশনে কি করলেন স্বেচ্ছাসেবী কর্মী বাবা!
ড্রেনগুলি সংস্কার হলেই যে সমস্ত এলাকায় জল জমছে তা নেমে যাবে। সমস্যার সমাধান হবে বেশ কিছু এলাকার। রথবাড়ি জাতীয় সড়কের ধারেও ড্রেনেজ সিস্টেম সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
Harashit Singha