TRENDING:

Malda News: স্মার্ট টিভি, মোবাইল স্ক্রিনের লিকুইড ক্রিস্টাল নিয়ে গবেষণা, বিশেষ সম্মান শিক্ষা প্রশাসককে

Last Updated:

পদার্থবিদ্যার লিকুইড ক্রিস্টাল নিয়ে দুর্দান্ত গবেষণা করে বিশেষ সম্মানে ভূষিত হলেন মালদহের জিকেসিআইইটি-এর ডিরেক্টর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পদার্থবিদ্যার লিকুইড ক্রিস্টাল নিয়ে গবেষণা করায় শিক্ষাক্ষেত্রে বিশেষ সন্মান পেলেন মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর পরমেশ্বর রাও আলাপতি। দীর্ঘদিন ধরেই তিনি পদার্থবিদ্যার এই বিশেষ অংশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বহু ছাত্রছাত্রীদের এই বিষয়ে গবেষণা করতে গাইড’ও করছেন।
advertisement

আরও পড়ুন: তিস্তা বুড়ির গান এবার বিশ্বের দরবারে! অক্সফোর্ডের তথ্যচিত্রে ঠাঁই উত্তরবঙ্গের নদীর

অধ্যাপক পরমেশ্বর রাও আলাপতি গবেষণার পাশাপাশি দক্ষতার সঙ্গে কলেজের প্রশাসনিক কাজকর্ম‌ও সামাল দিয়ে চলেছেন। মালদহের জিকেসিআইইটি কলেজ এক সময় বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে। সেই সমস্ত কিছু সামলে এই কলেজকে একটি ভাল জায়গায় নিয়ে আশার পিছনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাঁর। এখন কলেজে পঠনপাঠন থেকে সমস্ত কিছু স্বাভাবিক আছে। সেই সুবাদেও তিনি এই সন্মান পেয়েছেন।‌ ডিরেক্টর পরমেশ্বর রাও আলাপতি বলেন, দীর্ঘদিন ধরে এই গবেষণা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতার জন্য আমাকে সম্মান দেওয়া হয়েছে। এই সম্মান পেয়ে আমি খুব খুশি। সংস্থার কর্তাদের ধন্যবাদ জানাই। এই সম্মান আগামীতে আরও কাজ করতে উৎসাহিত করবে বলে জানিয়েছেন তিনি।

advertisement

ইন্ডিয়ান লিক্যুইড ক্রিস্টাল সোসাইটির পক্ষ থেকে জিকেসিআইইটির ডিরেক্টর পরমেশ্বর রাও আলাপাতিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সন্মান দেওয়া হয়। বিশাখাপত্তনামের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ইন্ডিয়ান লিক্যুইড ক্রিস্টাল সোসাইটির ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এই সন্মান দেওয়া হয় তাঁকে। এই সম্মান পেয়ে ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক এলাপতি। লিক্যুইড ক্রিস্টাল ইলেকট্রনিক্স গ্যাজেটে ব্যবহার করা হয়। মোবাইল, টিভি এই সমস্ত কিছুর ডিসপ্লেতে ব্যবহার করা হয় এটি। এছাড়াও মেডিকেল ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। এই বিষয়েই মূলত গবেষণা চালিয়ে যাচ্ছেন জিকেসিআইইটির ডিরেক্টর পরমেশ্বর রাও আলাপতি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে চলেছেন দীর্ঘ কয়েক বছর ধরে। তাঁর এমন সাফল্যে খুশি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা থেকে ছাত্র-ছাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: স্মার্ট টিভি, মোবাইল স্ক্রিনের লিকুইড ক্রিস্টাল নিয়ে গবেষণা, বিশেষ সম্মান শিক্ষা প্রশাসককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল