Jalpaiguri News: তিস্তা বুড়ির গান এবার বিশ্বের দরবারে! অক্সফোর্ডের তথ্যচিত্রে ঠাঁই উত্তরবঙ্গের নদীর

Last Updated:

বিশ্বের উল্লেখযোগ্য নদীগুলিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। সেই তথ্যচিত্রে ঠাঁই পেয়েছে তিস্তা নদী

জলপাইগুড়ি: বিশ্বের অনেক নদী তার রূপ পরিবর্তন করছে, কিছু নদী শুকিয়ে গেছে বা যাচ্ছে। আবহাওয়ায় পরিবর্তনের কারণে কিছু নদী হয়ে উঠছে ভযঙ্কর বিধ্বংসী। এরকমই সব নদীর ইতিকথা নিয়ে একদল বিদেশি গবেষক তথ্যচিত্র তৈরি করছেন। তারা এবার এসে পৌঁছেছেন বাংলায়। লক্ষ্য জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী নিয়ে তথ্যচিত্র তৈরি করা।
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আসা এই ছাত্র-ছাত্রীদের তিস্তা নিয়ে তথ্যচিত্র তৈরি করতে দেখে কৌতুহলী হয়ে উঠেছে এলাকাবাসী। তাঁদের শুটিং চলাকালীন নদীর পাড়ে ভিড় করছে সাধারণ মানুষ। সারা বিশ্বের অন্যান্য নদীর সঙ্গে এবার তিস্তা নদীও বিশ্ব দরবারে পৌঁছবে। এর মধ্যে নিজেদের উন্নতির স্বপ্ন দেখছে নদীর পাড়ের বাসিন্দারা। মূলত তিস্তার গতিপথ এবং তার আশেপাশের জীবন-জীবিকা নিয়ে তথ্য সংগ্রহ করা এই গবেষকদের মূল লক্ষ্য। তবে তিস্তা পাড়ের সংস্কৃতি এবং শিল্প দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা। সেই সংস্কৃতিকেও তাঁদের তথ্যচিত্রে তুলে ধরতে চান প্যাট্রিক, উইলিয়ামস, সুজিরা।
advertisement
advertisement
বিদেশি এই শিক্ষানবিশদের সঙ্গে তিস্তার সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হাত মিলিয়েছে আর্শিনগর ও আরবান লোর সাংস্কৃতিক সংস্থা। তিস্তা পাড়ের লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে দেখা যায় তাঁদের। এদিন দুই সাংস্কৃতিক সংস্থার সঙ্গে লোক সংস্কৃতির মেল বন্ধনের ছবি চোখে পড়ে। অনুষ্ঠিত হয় একটি কলচারাল ওয়ার্কশপও। তিস্তা নদীকে ঘিরে যেমেচেনির গান বা তিস্তা বুড়ির পালা বিদেশি গবেষকদের সামনে তুলে ধরা হয়।
advertisement
সবকিছু দেখে গবেষক দলটির অন্যতম সদস্য উইলিয়ামস বলেন, আমরা সারা বিশ্ব ঘুরে নদীর অবস্থা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছি। যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে। উত্তরবঙ্গে এসে আমরা তিস্তার উপর কাজ করছি। অন্য কোনও দেশে একটি নদীকে ঘিরে প্রায় হাজার বছর পুরোনো লোকসংস্কৃতি খুঁজে পাইনি। এটা তাঁদের বিস্মিত করেছে বলে জানান তিনি। তিস্তার লোকসংস্কৃতি বিপন্নতার কথা এভাবেই বিশ্বের দরবারে উঠে আসবে বলে আশা করছে সবাই।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: তিস্তা বুড়ির গান এবার বিশ্বের দরবারে! অক্সফোর্ডের তথ্যচিত্রে ঠাঁই উত্তরবঙ্গের নদীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement