Kali Puja 2023: বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে মধ্যমগ্রামের কালীপুজোয়
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরছে মধ্যমগ্রামের এক কালীপুজোর উদ্যোক্তারা। মণ্ডপে এলেই পাবেন চমক
উত্তর ২৪ পরগনা: কালীপুজোর জন্য গোটা রাজ্যের মধ্যেই বিখ্যাত মধ্যমগ্রাম। আর এখানকার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম হল চৌমাথার ইয়ং রিক্রিয়েশন ক্লাব। হাতে আর মাত্র কটাদিন থাকলেও দুর্গাপুজোর মতোই এখানেও জাঁকজমকপূর্ণ কালীপুজো আয়োজন চলছে। ইতিমধ্যেই শেষ হয়েছে মণ্ডপের কাঠামোগত অধিকাংশ কাজ। এই বিখ্যাত পুজোর এবারের থিম ‘সাক্ষী যখন ইতিহাস, সৃষ্টি তখন বর্তমান’। এই থিমের মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
এ বছর ৩৬ তম বর্ষে পা দিল মধ্যমগ্রামের এই বিখ্যাত কালীপুজো। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী টেরাকোটার বিভিন্ন কাজ, মাটির পুতুল থেকে বাঁশের নানান শিল্পকর্ম যা গ্রাম বাংলার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সেই সমস্ত কৃষ্টি ও সংস্কৃতিকে এখানে তুলে ধরা হচ্ছে। মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই থাকছে বিশেষ চমক। এবছর পুজোর বাজেটও অনেকটাই বেড়েছে বলে জানালেন পুজো উদ্যোক্তারা।
advertisement
advertisement
প্রতিমা শিল্পী প্রশান্ত পাল। তিনি প্রায় ১৭ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করছেন। গোটা ব্যবস্থাপনায় থাকছেন রবিন হাজরা। মানুষের ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। প্রতিবছরের মত এবারেও এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে উদ্যোক্তাদের আশা।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 07, 2023 2:23 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kali Puja 2023: বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে মধ্যমগ্রামের কালীপুজোয়








