আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। সেগুলি থেকেই বাড়ছে মশার উপদ্রব। সেই থেকেই ডেঙ্গু ছাড়ানোর আশংকা করছেন শহরের বাসিন্দারা। ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন করছে সাধারণ মানুষকে।
আরও পড়ুনঃ ফেরিঘাট গুলির পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে বৈঠক জেলাশাসকের
advertisement
শহরের মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।মাঝে ডেঙ্গু প্রকোপ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল মালদা শহরে। এই বছর নতুন করে আবারো বর্ষার মরশুম শুরু হতেই ডেঙ্গুর থাবা শহর জুড়ে। জেলা স্বাস্থ্য দফতরেরকর্তারা বলছেন, মালদহে ডেঙ্গুর নতুন প্রকোপ দেখা দিচ্ছে।
আরও পড়ুনঃ মালদহ মেডিক্যাল কলেজে চলছে টেলি মেডিসিন
এটি সম্পূর্ণ নতুন জীবাণু। মূলত মালদা শহরে দেখা দিয়েছে এই নতুন ডেঙ্গুর প্রভাব। এছাড়াও এ জেলার ব্লক তারও কিছু কিছু রোগীর মধ্যে এই ডেঙ্গু জীবাণু মিলেছে। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Harashit Singha