TRENDING:

Malda News: নর্দমা তৈরির কাজে দূর্নীতির অভিযোগ! জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামের বাসিন্দারা

Last Updated:

ড্রেন তৈরির কাজে দূর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত ও ঠিকা সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের জেলা শাসকের কাছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের আশ্বাস প্রশাসনের কর্তাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : ড্রেন তৈরির কাজে দূর্নীতির অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত ও ঠিকা সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের জেলা শাসকের কাছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের আশ্বাস প্রশাসনের কর্তাদের। মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্নবিঘা গ্রামে একটি নতুন ড্রেন তৈরির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য গ্রামে ১৫০ মিটার নতুন ড্রেন নির্মাণের অনুমোদন মেলে। প্রায় তিন মাস আগে ড্রেন তৈরির কাজ শুরু করে ঠিকা সংস্থা।
advertisement

গ্রামবাসীদের অভিযোগ ওই এলাকায় প্রায় দেড়শো মিটার রাস্তার পাশে ড্রেন তৈরির অনুমোদন মেলে। কিন্তু ঠিকা সংস্থা প্রায় ৬০ থেকে ৭০ মিটার ড্রেন তৈরি করার পরে কাজ বন্ধ করে দেয়। এমনকি ড্রেনের ওপর কাজ শেষ হয়ে যাওয়ার একটি ফলক পর্যন্ত দিয়ে দিয়েছে। কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে এই রাস্তার পাশের ড্রেনের জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে টাকা বরাদ্দ করা হয়।

advertisement

আরও পড়ুনঃ নির্যাতিতাদের চিকিৎসায় মালদহে চালু হয়ে গেল ওয়ান স্টপ সেন্টার

২০২২ -২৩ অর্থবর্ষে এই কাজের জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়।গ্রামের বাসিন্দাদের অভিযোগ ঠিকা সংস্থার কর্মীরা কাজ করার সময় কোন সিডিউল দেখায়নি গ্রামবাসীদের। কাজ শুরু সময় দেড়শো মিটার এলাকা মাপ যোগ করলেও অবশেষে কাজ করা হয়েছে মাত্র ৭০ মিটার। গ্রামবাসীদের একাংশ জানান, পুজোর আগে শেষ হয়েছে এই ড্রেন তৈরির কাজ। সেই সময় ঠিকা সংস্থার তরফ থেকে বলা হয়েছিল পুজোর পরে বাকি কাজ করা হবে।

advertisement

আরও পড়ুনঃ নির্যাতিতা মহিলাদের সহায়তায় নভেম্বরেই চালু হচ্ছে ওয়ান স্টপ সেন্টার

কিন্তু এখনো কোনো কাজ করা হচ্ছে না। তাই অবশেষে গ্রামবাসীরা বাধ্য হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বুধবার মালদহ জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে। যদিও এই বিষয়ে প্রকাশে কোন মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক কর্তার থেকে পঞ্চায়েতের প্রধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নর্দমা তৈরির কাজে দূর্নীতির অভিযোগ! জেলা শাসকের দ্বারস্থ হলেন গ্রামের বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল