Malda News: নির্যাতিতাদের চিকিৎসায় মালদহে চালু হয়ে গেল ওয়ান স্টপ সেন্টার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নির্যাতিতাদের চিকিৎসা থেকে আইনি সাহায্য সমস্ত কিছুই এবার থেকে মিলবে এক ছাতার তলায়। বুধবার মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে চালু হল ওয়ান স্টপ সেন্টার। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল কলেজে এই সেন্টার খোলা হল।
#মালদহ : নির্যাতিতাদের চিকিৎসা থেকে আইনি সাহায্য সমস্ত কিছুই এবার থেকে মিলবে এক ছাতার তলায়। বুধবার মালদহ মেডিকেল কলেজে হাসপাতালে চালু হল ওয়ান স্টপ সেন্টার। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে মেডিকেল কলেজে এই সেন্টার খোলা হল। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মৃদুল হালদার, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়, পূরঞ্জয় সাহা সহ জেলা প্রশাসনের অন্যান্যকর্তা আধিকারিকেরা। ওয়ান স্টপ সেন্টারে দুই জন কাউন্সিলর থাকবেন।
এছাড়াও নিয়মিত চিকিৎসক থাকবেন। কোন মহিলা নির্যাতন বা ধর্ষণের শিকার হলে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসা পরিষেবা থেকে আইনী সহায়তা ও কাউন্সিলিং এর পরিষেবা পাবেন। এতে অনেকটাই হয়রানি কম হবে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ভবনের নীচ তলায় এই সেন্টার। কোথাও কেউ নির্যাতনের শিকার হলে সরকারি কোন সহায়তা কেন্দ্র এতদিন ছিল না। এই সমস্ত ক্ষেত্রে মহিলাদের চিকিৎসা পরিষেবা বা অন্যান্য আইনি সহায়তার জন্য জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয়।
advertisement
আরও পড়ুনঃ ফুটপাতে সস্তায় বিক্রি হচ্ছে উল! শীতের বাজারে কেনার হিড়িক
এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, নির্যাতিতা মহিলা ও তার পরিবারের লোকেদের। মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। তাই জেলা প্রশাসনের তরফ থেকে নির্যাতিতা মহিলাদের সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা ও অন্যান্য সমস্ত পরিষেবা দেওয়ার জন্য ওয়ান স্টপ সেন্টার তৈরীর পরিকল্পনা হয়। জেলা প্রশাসনের কর্তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কি বেছে নেন। শুরু হয় পরিকাঠামো তৈরীর কাজ। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ওয়ান স্টপ সেন্টার পরিচালনার জন্য দুইজন কাউন্সিলর ও একজন অফিস কর্মী নিয়োগ করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাইক নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ফোঁটা নিয়ে ফেরার পথে মৃত্যু ভাইয়ের
এছাড়াও এই সেন্টারে নিয়মিত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা থাকবেন। জেলার কোথাও কোনো মহিলা নির্যাতনের শিকার হলে সরাসরি নিয়ে আসা হবে এই সেন্টারে। প্রয়োজনে সেখান থেকেই চিকিৎসার জন্য ভর্তি করা হবে হাসপাতালে। পাশাপাশি মানসিক অবসাদ দূরের জন্য কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত রকম আইনী পরিষেবা এখান থেকেই দেওয়া হবে তাদেরকে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, ওয়ান স্টপ সেন্টার চালু হলো। নির্যাতিতা মহিলাদের এখানে চিকিৎসা পরিষেবা থেকে আইনি সহায়তা দেওয়া হবে। এখানে কাউন্সিলিং করা হবে।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
November 02, 2022 7:17 PM IST

