TRENDING:

Malda News|| আলোয় আলোয় সেজেছে শহর, কার্নিভালের মেজাজে মালদহ

Last Updated:

Christmas 2022: আলোক সজ্জায় সজ্জিত মালদহ শহর। শহরের একাধিক রাস্তা সেজে উঠেছে বিভিন্ন আলোর বাহারে। সৌজন্যে বড়দিন ও বর্ষবরণ অনুষ্ঠান। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: আলোক সজ্জায় সজ্জিত মালদহ শহর। শহরের একাধিক রাস্তা সেজে উঠেছে বিভিন্ন আলোর বাহারে। সৌজন্যে বড়দিন ও বর্ষবরণ অনুষ্ঠান। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগ এবং পরিচালনায় এই বছর মালদহ শহরের বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বর্ষবরণ ও কার্নিভাল। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি।
advertisement

ইতিমধ্যে বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মালদহ শহর। বিভিন্ন আলোক বাতি দিয়ে তৈরি করা হয়েছে তোরণ। আলোক বাতি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে শহরের রাজপথ। চার্চের আদলে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ। মালদহ শহরের আইটিআই মোড় থেকে শুরু করে বৃন্দাবনী ময়দান পর্যন্ত কয়েকটি জায়গায় তৈরি করা হয়েছে আলোক বাতির তোরণ। আলোক বাতির চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন রাস্তা। গত কয়েক বছর ধরে কার্নিভাল উৎসব পালন হচ্ছে মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে।

advertisement

আরও পড়ুনঃ গাছে আঘাত করলেই ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে! ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

তবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানান সমস্যার সন্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে এই বছরঅনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৃন্দাবনী ময়দানে। সেখানে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ। বড়দিন ও বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি এই বছর বিভিন্ন খাবারের স্টল থাকছে বৃন্দাবনী ময়দানে। পাশাপাশি খুদেদের মনোরঞ্জনের জন্য থাকছে বিভিন্ন রকমের বিনোদনের মাধ্যম। ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে কার্নিভাল অনুষ্ঠান।

advertisement

স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা প্রতিদিন নাচ, গান ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করবেন। এক ঝাঁক তারকা শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা। ইতিমধ্যে বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বৃন্দাবনী ময়দান। খুশি শহরবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News|| আলোয় আলোয় সেজেছে শহর, কার্নিভালের মেজাজে মালদহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল