Howrah Viral Video|| গাছে আঘাত করলেই ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে! ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

Last Updated:

Mysterious red fluid like blood comes out from a tree: গাছে আঘাত করলেই, ক্ষতস্থান থেকে বেরোচ্ছে রক্তের মতো লাল রঙের তরল। আর সেই আঠাই এখন চাঞ্চল্যকর সৃষ্টি করেছে হাওড়ার সুমদা এলাকায়।

+
title=

#হাওড়া: গাছে আঘাত করলেই, ক্ষতস্থান থেকে বেরোচ্ছে রক্তের মতো লাল তরল। আর সেই আঠাই এখন চাঞ্চল্য সৃষ্টি করেছে হাওড়ার সুমদা এলাকায়। জানা গিয়েছে, রবিন সামন্ত নামের এক ব্যক্তি প্রায় বছর ২৫ আগে পান চাষে ব্যাপক ক্ষতির সমূখীন হয়েছিলেন। তার পরেই তিনি পান চাষ বন্ধ করে বাগান তৈরিতে মন দেন। সেই মোতাবেক উলুবেরিয়া হাট-সহ জেলার বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করে আনতেন গাছের চারা। তৈরি করেন বাগান।
এ দিকে তার সেই বাগানেই অন্যান্য গাছের সঙ্গে একটু একটু করে বড় হতে থাকে এই নাম না জানা গাছটিও। গত ২৫-৩০ বছরে ধরে রবিন সামন্তের বাগানে গাছটি প্রায় ৪০-৫০ ফুট লম্বা ও প্রায় ৪ ফুট চওড়া হয়ে বেড়ে উঠেছে।
আরও পড়ুনঃ লটারি কেটে প্রথম পুরস্কার ১ কোটি! বাসের খালাসি উৎপল আতঙ্কে-ভয়ে কাঁটা
আর তার মাঝে গত কয়েক দিন আগে রবিন সামন্ত দেখেন গাছটিতে আঘাত করলে তা থেকে লাল রঙের আঠা বেরোচ্ছে। যা দেখতে একেবারে হুবহু রক্তের মতো। কিন্তু তিনি এই গাছটির নাম না জানায় সমস্যায় পড়েন। নাম জানতে রবিন পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবের সঙ্গে আলোচনা করেন, কিন্তু কেউই এই গাছের নাম বলতে পারেননি। রবিন জানান, প্রথমে এ কথা শুনলে কেউ বিশ্বাস করলেও, পরে স্বচক্ষে দেখে একে একে সকলেই তাঁর দাবি মেনে নেন।
advertisement
advertisement
গাছটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ। রবিন সামন্তর বাগানের এই গাছ নিয়ে কৌতুহলের শেষ নেই। তবে এ প্রসঙ্গে উদ্ভিদ বিশেষজ্ঞ সৌরভ দুয়ারী জানান, এই গাছ 'ব্লাড উড ট্রি ' টেরোকারপাস প্রজাতির গাছ হতে পারে।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Viral Video|| গাছে আঘাত করলেই ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে! ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement