জেলায় জেলায় পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহ ব্যাপী শিশুদের সুরক্ষার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মালদহ জেলা প্রশাসনের তরফ থেকে মালদহ জেলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক!
ট্যাবলো দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জালিম ফাতেমা জেবা, দফতরের আধিকারিক আলপনা দাস সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। সরকারিভাবে শিশু সুরক্ষার বিষয়ে একটি অডিও প্রকাশ করা হয়েছে। এই অডিওর মাধ্যমে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয়গুলি তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। ট্যাবলো দুটি মালদা জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে শিশু সুরক্ষার বিষয়গুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।
আরও পড়ুনঃ জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় রুপোর পদক জিতল মালদহের ছাত্রী
১৪ থেকে ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। মাধ্যমে সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি শিশুদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান গুলি আয়োজন করা হবে।
Harashit Singha