Malda News: পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক নিল মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাঁরপুকুড়িয়া গ্রাম দত্তক নেওয়া হয়।
#মালদহ : পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক নিল মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজের পক্ষ থেকে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাঁরপুকুড়িয়া গ্রাম দত্তক নেওয়া হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামের স্বাস্থ্য কর্মীদের সাথে মেডিকেলের প্রথম বর্ষের পড়ুয়াদের আলাপ পরিচয় করানো হয়। উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরঞ্জয় সাহা সহ মালদহ মেডিকেলে একাধিক কর্তা আধিকারিক থেকে ব্লক স্বাস্থ্য দফতরের কর্তারা।
জাতীয় মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে মেডিকেলে নতুন শিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এই শিক্ষণ পদ্ধতির আওতায় পড়ুয়াদের পরিবার দত্তক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলছে। মেডিকেল পড়ুয়াদের প্রথমবর্ষ থেকেই গ্রামীণ এলাকার পরিবার দত্তক নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেওয়া থেকে চিকিৎসা পরামর্শ প্রদান করবেন। এই পঠন পদ্ধতিতে একদিকে যেমন মেডিকেলের পড়ুয়ারা সমৃদ্ধ হবেন, তেমনি গ্রামীণ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা বা পরামর্শ সহজেই পেয়ে যাবেন।
advertisement
আরও পড়ুনঃ জেনে নিন শিশুর অধিকার! সচেতন করতে উদ্যোগ প্রশাসনের
চলতি শিক্ষাবর্ষ থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এই শিক্ষণ পদ্ধতি চালু করা হলো। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পক্ষ থেকে পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাঁরপুকুড়িয়া, সোনাঝুড়ি গ্রাম দত্তক নেওয়া হয়েছে। ১৭ নভেম্বর থেকেই পড়ুয়ারা কাজ শুরু করলেন। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথমবর্ষের পড়ুয়ারা দত্তক নেওয়া গ্রামে এখন থেকে নিয়মিত যাবেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখভাল করবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় রুপোর পদক জিতল মালদহের ছাত্রী
একজন পড়ুয়া একটি পরিবারের দায়িত্ব নিবেন। পাঁচ বছর ধরে তিনি ওই পরিবারের দেখভাল প্রয়োজনে চিকিৎসা পরামর্শ দিবেন। পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের ঝাঁরপুকুড়িয়া সোনাঝুড়ি গ্রাম আদিবাসী অধ্যুষিত। গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করেন। এমন চিকিৎসা পদ্ধতির চালুর ফলে একদিকে যেমন মেডিকেলের পড়ুয়ারা উপকৃত হবেন তারা গ্রামের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও সহজে চিকিৎসা পরিষেবা পাবেন।
advertisement
Harashit Singha
Location :
First Published :
November 17, 2022 8:11 PM IST