Malda News: জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় রুপোর পদক জিতল মালদহের ছাত্রী

Last Updated:

ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো পদক জিতলেন মালদহের নবম শ্রেণীর ছাত্রী সপ্তমী সিংহ। মেয়েদের তিন হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ৩৭ তম ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই বছর বাংলার দলে মালদহ থেকে মোট ২ জন অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।

#মালদহ : ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো পদক জিতলেন মালদহের নবম শ্রেণীর ছাত্রী সপ্তমী সিংহ। মেয়েদের তিন হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। ৩৭ তম ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই বছর বাংলার দলে মালদহ থেকে মোট ২ জন অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। দুই জনই ভালো ফল করেছে। সপ্তমী সিংহ নিজস্ব ইভেন্টে দ্বিতীয় হওয়ার পাশাপাশি মিষ্টি কর্মকার তার নিজস্ব ইভেন্ট জ্যাভলিন থ্রোতে দশম স্থান অধিকার করেছে।
দুইজনের এমন সাফল্যের খুশি মালদহ জেলার ক্রীড়া সংস্থার কর্তারা, মালদহ জেলা ক্রিয়া সংস্থার কোষাধক্ষ্য দিলীপ দে বলেন, এ বছর মালদা থেকে জুনিয়র অ্যাথলেটিক্সের মাত্র দুইজন সুযোগ পেয়েছিল। দুজনেই সাফল্য পেয়েছে। আমরা তাদের সাফল্যে খুব খুশি। আগামীতে আরো ভালো সাফল্য আসার জন্য সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমরা। আসামের গুয়াহাটিতে ৩৭ তম জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আসর বসে। ১১ থেকে ১৫ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
advertisement
advertisement
মালদহ থেকে মাত্র দুই জন বালিকা এই প্রতিযোগিতায় খেলার সুযোগ করে নেয়। মালদহের হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সপ্তমী সিংহ ও মালদহ শহরের রেলওয়ে হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মিষ্টি কর্মকার। দুই জনেই জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে। তবে সপ্তমী দ্বিতীয় স্থান অধিকার করায় জেলার ক্রীড়া প্রেমীরা খুশি। মালদহ দলের কোচ অসিত পাল বলেন, বাংলা দলের মালদহের মাত্র দুইজন সুযোগ পেয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক!
দুজনেই সাফল্য পেয়েছে। হাঁটা প্রতিযোগিতায় একজন দ্বিতীয় স্থান অধিকার করেছে ও জ্যাবলিনে দশম স্থানে রয়েছে অপরজন। দুজনেই খুব ভালো ফলাফল করেছে। যেন আরো ভালো খেলার সুযোগ পায় সেদিকে আমরা নজর রাখবো নিয়মিত তাদের আরো ভালো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জাতীয় স্তরের হাঁটা প্রতিযোগিতায় রুপোর পদক জিতল মালদহের ছাত্রী
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement