বাস কর্মীদের দাবি, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দ্রুত বাস গুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিকমত যাত্রী নিতে সমস্যায় পড়তে হয় তাদেরকে। তাই বাস কর্মীদেরও দাবি দ্রুত প্রশাসন বাস স্ট্যান্ড তৈরি করতে এগিয়ে আসুক কালিয়াচকে। একদিকে যেমন ট্রাফিক সমস্যার সমাধান হবে তেমনি বাস কর্মীদেরও অনেকটাই সুবিধা হবে যাত্রী ওঠানামা করাতে।
advertisement
আরও পড়ুনঃ দশ বছরের বেশি সময় ধরে বিনামূল্যে অ্যাথলেটিক প্রশিক্ষণ দিয়ে আসছে এই যুবক
এমনকি কমবে যানজট সমস্যা। কালিয়াচকের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে এগিয়ে আসছে প্রশাসন। ইতিমধ্যে ব্লক প্রশাসনের উদ্যোগে কালিয়াচক বাস স্ট্যান্ড তৈরির জায়গা পরিদর্শন করা হয়েছে। কালিয়াচক-১ পঞ্চায়েত অফিসের সামনে জাতীয় সড়কের পাশেই একটি জমিতে বাস স্ট্যান্ড তৈরি হবে।
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! তড়িঘড়ি স্কুল ভবনের জায়গা পরিদর্শন জেলা প্রশাসনের
বাস স্ট্যান্ড হলে উপকৃত হবেন এলাকার বাসেন্দারা। কালিয়াকচ -১ পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, নতুন বাস স্ট্যান্ড তৈরির জন্য জমি পরিদর্শন হয়ে গিয়েছে। এমনকি কাজের বাজেট পর্যন্ত হয়ে গিয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলছে। শিঘ্রই কাজ চালু হবে।
Harashit Singha