জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে রবি মরশুমে যে সমস্ত ফসল গুলি বীমার আওতায় রয়েছে সেগুলি হল, বোর ধান, গম, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, ছোলা, মুসুর,সরষে, আলু ও আঁখ সহ অন্যান্য ফসল। আবেদন করার সময়সীমা গম, আলু, সরিষা,ছোলা, মুসুর রবি ভুট্টা ফসলের জন্য আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বোরো ধানের জন্য আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া গ্রীষ্মকালীন ভুট্টা ও আঁখের জন্য আবেদন করার সময়সীমা ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত।
advertisement
আরও পড়ুনঃ রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে শিশুদের, প্রস্তুতি শুরু
কৃষকেরা অন লাইন পদ্ধতিতে অথবা ব্লক কৃষি দফতরের গিয়ে আবেদন করতে পারবেন। শস্য বীমা যোজনা নিয়ে কৃষকদের সচেতন করতে ট্যাবলোর উদ্বোধন করা হল মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে। সোমবার সকালে জেলা প্রশাসনিক ভবনে ট্যাবলোর সূচনা করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, কৃষি আধিকারিক সৌমেন্দ্রনাথ দাস সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ পড়ুয়াদের হাতে কলমে চিকিৎসার প্রশিক্ষণ দিতে গ্রাম দত্তক!
জেলাশাসক জানান, রবি মৌসুমের শস্য বীমা যোজনা নিয়ে কৃষকদের সচেতন করতে একটি ট্যাবলেট উদ্বোধন করা হল। বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের এই বিমা নিয়ে সচেতন করবে। যারা এই যোজনায় আবেদন করবেন, তাঁদের চাষে কোনোরকম ক্ষতি হলে জমির পরিমাণ অনুযায়ী তাঁরা ক্ষতিপূরণ পাবেন। জেলার প্রতিটি ব্লকে এই ট্যাবলোর মাধ্যমে কৃষকের সচেতন করা হবে। ট্যাবলোর মাধ্যমে কৃষকদের সচেতন করাই মূল লক্ষ্য জেলা কৃষি দফতরের।
Harashit Singha