এলাকাটি ঘিরে পুলিশ পহাড়ায় রয়েছে। এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে মালদহ জেলা জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে বোমা উদ্ধার। গত কয়েকদিন আগেই মানিকচক থানা এলাকায় ইটভাটা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটে। কয়েকজন শিশু উদ্ধার করে বোমা। বোমা ফেটে জখম হয়েছিল তিন শিশু। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো কালিয়াচক থানার এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। মালদহে একের পর জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
আরও পড়ুনঃ নিউজ ১৮ লোকালের খবরের জের! শো কজ করা হল মালদহের অভিযুক্ত চিকিৎসককে
শাসক বিরোধীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে। কালিয়াচক থানার পুলিশের পক্ষ থেকে বোমা গুলি এখনো সেখানেই রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াটকে খবর দেওয়া হয়েছে।গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে ওই এলাকায় বোমা মজুত করছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
Harashit Singha