গুরুতর জখম অবস্থায় গঙ্গার চড়ে দীর্ঘক্ষণ পড়েছিল ওই যুবক। আশেপাশের বাসিন্দারা খবর দেয় পরিবারের লোকেদের। পরিবারের সদস্যরা প্রথমদিকে সেখানে যাওয়ার সাহস পায়নি। বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ফেসবুকে পরিচয়ই কাল! ফাঁদে পড়ে ১৫ লক্ষ টাকা খোয়ালেন মহিলা!
advertisement
হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের লোকেদের। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে দশ জনের বিরুদ্ধে বজ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে মৃতের দাদা, কুসুমুদ্দিন শেখ বলেন, আমাদের গ্রামে দুই সমাজের মধ্যে বিবাদ চলছে।
আরও পড়ুনঃ ব্রিটিশের ত্রাস দেবেন্দ্রনাথ ঝাঁ-কে আজ ভুলতে বসেছেন মানুষ!
বেশ কিছু দিন ধরেই চলছে ঝামেলা। আমার ভাই আজ গঙ্গার চড়ে গিয়েছিল। সেখানে তাকে ১০ থেকে ১২ জন মিলে মারধোর করে। গণপিটুনি দেয়। জখম অবস্থায় চরে দীর্ঘক্ষণ পড়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।
Harashit Singha