TRENDING:

Love News: প্রেম মানে না কোনও কিছুই, অসমের বিধবা মহিলাকে বিয়ে হলদিয়ার যুবকের 

Last Updated:

পাঁচ বছরের কন্যা নিকিতাকে নিয়ে একাকীত্ব বোধ করতে থাকেন দীপালি। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ির লোকের অনুমতি নিয়েই পাত্রের খোঁজ করতে থাকেন দীপালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: বিদ্যাসাগরের জেলা অবিভক্ত মেদিনীপুর আবারও বিধবা বিবাহের সাক্ষী থাকল। এবার অসমের এক বিধবা মহিলাকে বিয়ে করলছন হলদিয়ার এক যুবক। করোনা কেড়ে নিয়েছে স্বামীকে, সব ভুলে নতুন করে আবার সংসার পাতলেন দীপালি। ট্রেনে চেপে বারো শ কিলোমিটার দূর অসম থেকে হলদিয়ায় এসে সুতাহাটার অনন্তপুর গ্ৰামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বছর চৌত্রিশের বিভাস ঘাঁটীর সঙ্গে বিয়ে হল সাতাশ বছর বয়সী দীপালি তালুকদারের। বিধবা বিবাহের ফের দৃষ্টান্ত স্থাপন করল বিদ্যাসাগরের জেলা মেদিনীপুর। হলদিয়ার মানুষকে আবার মনে করিয়ে দিল চলতি বছরে ছয় মাস আগে বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়া শ্বশুর-শাশুড়ির কথা। বিজ্ঞান কর্মী নকুল চন্দ্র ঘাঁটীর চলার পথ অবলম্বন করলেন ভাইপো বিভাস ঘাঁটী।
youth from purba medinipur marries widow from assam
youth from purba medinipur marries widow from assam
advertisement

অসমের  কামরূপ (মহানগর) জেলার চন্দ্রপুর গ্ৰামের বাসিন্দা দীপালি তালুকদার ২০১৬ সালে পেশায় সিমেন্ট কারখানার শ্রমিক ধঞ্জিত তালুকদারকে বিয়ে করে। কিন্তু বিয়ের ছয় বছরের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা যান ধঞ্জিত তালুকদার। পাঁচ বছরের কন্যা নিকিতাকে নিয়ে একাকীত্ব বোধ করতে থাকেন দীপালি। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ির লোকের অনুমতি নিয়েই পাত্রের খোঁজ করতে থাকেন দীপালি।

advertisement

youth from purba medinipur marries widow from assam

নিজের স্মার্টফোনে জনপ্রিয় বিবাহ অ্যাপসে বেশ কয়েকমাস ধরে বিভিন্ন পাত্রের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। অবশেষে হলদিয়ার সুতাহাটা ব্লকের অনন্তপুর গ্ৰামের বাসিন্দা পেশায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বিভাস ঘাঁটীর সঙ্গে যোগাযোগ হয়। এরপর দুই পরিবারের সদস্যরা কথাবার্তা বলে বিয়ের সমন্ধ ঠিক হয়।

advertisement

আরও পড়ুন - Paschim Medinipur News: ‘‘আল্লা মেঘ দে পানি দে’’ কাতর আর্তিতে শান্তি, প্রবল বৃষ্টি, চাষীরা স্বস্তিতে

রবিবার সন্ধ্যায় হলদিয়ার এইচ পি এল লিঙ্ক রোড সংলগ্ন একটি মন্দিরে বিভাস ও দীপালির চার হাত এক দেন দুই পরিবার। দীপালি বলেন "মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে রাজি হয়ে যাই, এবার মেয়েকে ভালো করে মানুষ করব। বিভাস বলেন "কাকু নকুল চন্দ্র ঘাঁটীর অনুপ্রেরণা পেয়েই সব পুরানো ইতিহাস ভুলে নতুন করে সংসার করতে চাই, আজ থেকে দীপালি ও নিকিতার সমস্ত দায়দায়িত্ব কাঁধে তুলে নিলাম।"

advertisement

আরও পড়ুন - Purba Bardhaman News: বিদ্যুত নেই কেন? প্রশ্ন তুলে বেধড়ক মারধর কর্মীদের, ভাঙচুর কিয়ক্সে

ছোট বেলায় নিকিতা বাবাকে হারিয়ে ফের নতুন করে কাউকে বাবা বলে ডাকতে পারবে জেনে খুব খুশি। গ্ৰামবাসীদের উপস্থিতিতে নব দম্পতিকে বরণ করে নেন শ্বশুর, শাশুড়ি বিল্পপদ ঘাঁটী ও সবিতা ঘাঁটী। করোনায় স্বামীকে হারিয়ে নতুন জীবনের পথে বিভাসকে সঙ্গী করে পথিক হলেন দীপালি। বিদ্যাসাগরের প্রয়াণ মাসে বিধবা বিবাহের দৃষ্টান্ত স্থাপন করল বিদ্যাসাগরের জেলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
Love News: প্রেম মানে না কোনও কিছুই, অসমের বিধবা মহিলাকে বিয়ে হলদিয়ার যুবকের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল