জানা গেছে, কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট অর্ডার (WPA 7914 of 2020) এবং জাতীয় সড়ক আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের পিডব্লুডি (PWD) বিভাগ। উল্লেখ্য, আগামী ১৪ ই সেপ্টেম্বরের মধ্যে চৌরঙ্গী থেকে খড়্গপুর লোকাল থানা (পীরবাবা মোড়) পর্যন্ত রাস্তার দুই পাশের দখল হয়ে যাওয়া জায়গা খালি করার নোটিশ জারি করা হয়েছে (Area to be vacated for road)। রাজ্য সরকারের পিডব্লুডি (PWD) দপ্তরের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারের ৬০ ফুট করে জায়গা দখল-মুক্ত করা হবে জানা গেছে। আপাতত, পীর বাবার মোড় পর্যন্ত উচ্ছেদ করা হবে, অনুমতি পাওয়া গেলে পুরাতন বাজার পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হবে বলে জানা গেছে। হবে চার-লেনের রাস্তা।
advertisement
আরও পড়ুন Bengal News| Howrah : অসহায় পিতা-মাতাদের নিয়ে নচিকেতার জন্মদিন উদযাপন হাওড়ার বাগনানে
এতেই মাথায় হাত দোকানদারদের! তাঁরা বলছেন, "এক বছর আগে যখন উচ্ছেদ করা হয়, তখন আমরা অনেকটা পিছিয়ে গিয়ে নতুন করে দোকান করি। কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে একেকটা দোকানের জন্য। এই পরিস্থিতিতে ফের যে নোটিশ জারি হবে, তা আমাদের ভাবনাতেও ছিল না!" তাই, তাঁরা উপযুক্ত পুনর্বাসন দাবি করেছেন প্রশাসনের কাছে। এই বিষয়ে এখনও প্রশাসনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।