Bengal News| Howrah : অসহায় পিতা-মাতাদের নিয়ে নচিকেতার জন্মদিন উদযাপন হাওড়ার বাগনানে

Last Updated:

স্টেশনে থাকা এরকমই এক অসহায় মা জানান , ছেলের বাড়িতে গেলেই তার স্ত্রী বাড়িতে নানান ভাবে অশান্তি সৃষ্টি করেন ।

#হাওড়া:  "আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম" গানের জনক ও জীবনমুখী গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তীর (Singer Nachiketa Chakraborty) জন্মদিন পালিত হল হাওড়ার বাগনানে । বাগনান নচিকেতা চক্রবর্তী লাভার্স ক্লাবের উদ্যোগে বাগনান স্টেশন আয়োজিত হয় এই অনুষ্ঠান ।
নচিকেতার বৃদ্ধাশ্রম গান একটা সময়ে আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছিল । গানের লাইনে বৃদ্ধাশ্রমে থাকা পিতা - মাতার তীব্র আর্তনাদ চোখে জলও এনে দিয়েছিল অনেকের । গায়কের জন্মদিনে (Singer Nchiketa Chakraborty birthday) বাগনান স্টেশনে এই গান গেয়ে স্টেশনে যে সমস্ত অসহায় মায়েরা থাকেন , যাদের সন্তানদের সাথে কোনও যোগাযোগ নেই , তাদের সঙ্গে নিয়ে কেক কেটে এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর জন্মদিন উৎযাপন করল ওই সংগঠনের সদস্যরা । তাদের হাতে গোলাপ ফুলও তুলে দেয় নচিকেতা লাভার্সরা । একসাথে কেক কেটে আপ্লুতও হয়ে পড়েন সেই অসহায় মায়েরা । শিল্পীর জন্মদিনে তাদের ফ্যানেদের অভিনব এই উদ্যোগ দেখে তাতে সাধুবাদ জানান স্টেশনে থাকা রেলকর্মী থেকে সাধারণ মানুষ সকলেই । পাশাপাশি নচিকেতার জন্মদিন উপলক্ষ্যে বাগনান স্টেশনে থাকা দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন লাভার্স ক্লাবের সদস্যরা (Howrah Club) ।
advertisement
advertisement
স্টেশনে থাকা এরকমই এক অসহায় মা বীণা দাস জানান , ছেলের বাড়িতে গেলেই তার স্ত্রী বাড়িতে নানান ভাবে অশান্তি সৃষ্টি করেন । তাই তাদের সংসারে শান্তি বজায় রাখতেই তিনি স্বইচ্ছায় বাগনান স্টেশনে চলে এসেছেন । একদিন এরমভাবে নিজের হাতে যে কেক কাটবেন তা কখনোই ভাবেন নি বলেও জানান তিনি ।   গানের লাইন উধৃত করে নচিকেতা লাভার্স গ্রুপের সদস্য চন্দ্রনাথ বসু জানান , ছেলে মেয়েদের নতুন ফ্ল্যাটে হয়তো পুরনো ও বয়স্ক বলেই তাতে ঠাই হয়নি বাবা - মায়ের । " দিনটি এই ভাবে উৎযাপন করলে যদি পিতা মাতার কথা মনে পড়ে তাদের এখান থেকে সন্তানরা নিয়ে যায় তাই জন্যই করলাম । "
advertisement
শান্তনু চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Howrah : অসহায় পিতা-মাতাদের নিয়ে নচিকেতার জন্মদিন উদযাপন হাওড়ার বাগনানে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement