TRENDING:

Bengal News| পূর্ব মেদিনীপুর জেলার প্যারা মেডিক্যাল কলেজের তালিকা প্রকাশের দাবি

Last Updated:

প্যারা মেডিক্যাল কোর্স নার্সিং কোর্সে মােটা টাকার বিনিময়ে গরীব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র -ছাত্রীদের ভৰ্ত্তি ফাঁদে ফেলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা জুড়ে চলছে প্যারা মেডিক্যাল কোর্সের এক অসাধু চক্র৷ উঠে আসছে অভিযোগ৷  পশ্চিমবঙ্গের বাইরের অন্য রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযােগী হিসেব অনুমােদিত প্যারা মেডিক্যাল কোর্স, নার্সিং কোর্সে মােটা টাকার বিনিময়ে ভর্তির ফাঁদ পাতা হচ্ছে৷ গরিব ও মধ্যবিত্ত পরিবারর ছাত্র -ছাত্রীদের এই প্রলোভন দেখানো হচ্ছে, এমনই অভিযোগ। এইসব কোর্স করার জন্য ছাত্রছাত্রীরা মোটা টাকা খরচ করার পর মিলছে ভুয়ো সার্টিফিকেটও। ফলে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। এই কারণে রাজ্য স্বাস্থ্যদফতরকে  পূর্ব মেদিনীপুর জেলার প্যারামেডিক্যাল কলেজের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে।
Dm Purba Medinipur
Dm Purba Medinipur
advertisement

আরও পড়ুন Bad Road| Bengal News: খারাপ রাস্তায় বিকল হয়েছে যান! ট্রাফিক যন্ত্রণায় নাকাল নিত্যযাত্রীরা

২০২১ - ২২ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ সরকার অনুমােদিত স্টেট মেডিক্যাল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল সব ধরণের প্যারা মেডিক্যাল কোর্সে ছাত্র - ছাত্রীদের ভর্তির আবেদন করে৷ ২৬ আগষ্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সেই সময়সীমা। শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল।  আগামী ৩ অক্টোবর দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত অনলাইন ও অফলাইন দুভাবেই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযােগ রয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে পঠনপাঠন প্রক্রিয়া চালু হবে বলে জানা গিয়েছে।

advertisement

উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা দ্রুত কর্ম জীবনে প্রবেশের লক্ষ্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ বা কোর্স ভর্তি হয়। মোটা টাকা খরচা করে এই সব বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তারা। কিন্তু অনেক সময় দেখা যায় কোর্স শেষে পাওয়া সার্টিফিকেট ভুয়ো, যা  কর্মক্ষেত্রে প্রবেশে কোনও সাহায্যই করে না। কেননা যে প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা কোর্স করেছেন সেই প্রতিষ্ঠানের কোনও স্বীকৃতি নেই।

advertisement

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অসংখ্য প্যারা মেডিকেল ও নার্সিং কলেজ রয়েছে। পশ্চিমবঙ্গের বাইরের অন্য রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযােগী হিসেব অনুমােদিত প্যারা মেডিক্যাল প্রতিষ্ঠান প্যারা মেডিক্যাল (Para medical) কোর্স নার্সিং (Nurshing) কোর্সে মােটা টাকার বিনিময়ে গরীব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্র -ছাত্রীদের ভৰ্তির ফাঁদে ফেলেছে।

আরও পড়ুন Swasthya Sathi| Bengal News: সার্থক প্রকল্প! দুর্যোগকে সঙ্গী করেই, স্বাস্থ্য সাথী কার্ডের লম্বা লাইন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই সব প্যারা মেডিক্যাল ও নার্সিং প্রতিষ্ঠান রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর, স্টেট মেডিক্যাল ফ্যাকালটি অফ ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা কোন বিশ্ববিদ্যালয়ের অনুমােদিত নয়৷ সংশ্লিষ্ট বাের্ড বা কাউন্সিলের ওয়েবসাইটেরও তালিকাভূক্ত নয়। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হােসেন রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর (শিক্ষা) এর অধিকর্তাকে অনুমােদন প্রাপ্ত নয় এমন সব প্যারা মেডিক্যাল ও নার্সিং প্রতিষ্ঠানের তালিকা পাঠিয়ে তদন্ত সাপেক্ষে কড়া আইনী ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| পূর্ব মেদিনীপুর জেলার প্যারা মেডিক্যাল কলেজের তালিকা প্রকাশের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল