ব্লকে ৮০ জন শিশুর মায়েরা পাচ্ছেন প্রতিদিন ২৫০ মিকিলিটার দুধ। অভিনব এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে গলসী (Galsi) দু'নং ব্লকের গলসী ও কুরকুবা অঞ্চলে। দশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মিল্ক ব্যাঙ্ক এর পথ চলা। স্বেচ্ছাসেবী সংস্থা উদয়ন কল্যাণ কেন্দ্রের সাহায্যে কিছু উদ্যোগী যুবক এই মিল্ক ব্যাঙ্ক শুরু করেছেন। শৈলেন হালদার, সেখ সাবিরুদ্দীন আহমেদ, সেখ বসির, সেখ রহমত এই চার যুবকের উদ্যোগে দুই পঞ্চায়েতের ৮০ জন মায়ের মুখে ফুটে উঠেছে খুশি।
advertisement
আরও পড়ুন Coronavirus| Bengal: উপসর্গহীন করোনা আক্রান্ত রোগী কারা? খোঁজার অভিনব উপায় বীরভূম জেলা প্রশাসনের
প্রতিদিন সকাল হলেই পরছে লাইন। মায়েরা শুধু নয়, শিশুরাও ভিড় জমিয়েছিল সেই লাইনে। জানা গিয়েছে, শিশুর বয়স ছয় মাস হলেই মিলবে এই মিল্ক ব্যাঙ্কের দুধ। চার বছর বয়সি শিশুর মায়েরা এই মিল্ক ব্যাঙ্কের দুধ পাবেন একেবারে বিনামূল্যে।
শৈলেন হালদার বলেন “ দুস্থ পরিবার গুলির পক্ষে তাঁদের শিশু সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে পারেন না। তাই আমরা ভেবেছি এমন খাবার তুলে দিতে হবে শিশুদের মুখে যা পুষ্টি জোগাবে (Milk)। তাই ২৫০ মিলিলিটার দুধ প্রতিদিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৮০ জন পরিবারের হাতে প্রতিদিন তুলে দেওয়া হচ্ছে এই দুধ। চেষ্টা করা হচ্ছে সংখ্যাটা বাড়ানোর। ভবিষ্যতে এই সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে এলাকার সংখ্যা।
আরও পড়ুন Mother missing: 'মা-কে খুঁজে দিন...' হন্যে হয়ে অভাবী ছেলে খুঁজে চলেছেন দিনের পর দিন
এদিকে, এলাকার মায়েদের কথায় প্রতিদিন এভাবে যদি দুধ পাওয়া যায় তবে আমাদের মতো গরিব পরিবারগুলির শিশুরা পুষ্টি থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি তাঁরা বলেন, প্রথম যেদিন শুরু হল বিশ্বাস করতে পারিনি কিন্তু তার পর আমরা নিশ্চিন্ত হলাম (Milk Free)। এখন প্রতিদিন আমরা আমাদের ছেলেমেয়েদের মুখে দুধ তুলে দিতে পারছি।মায়েদের মুখে হাসি ফোটাচ্ছে গলসির চার যুবকের অভিনব মিল্ক ব্যাঙ্ক। প্রশংসা পাচ্ছে সব মহলেই।