স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি গরু বাঁধা ছিল, এমন সময় একটি ষাঁড় এসে হাজির হলে ষাঁড়টি অসাবধানতাবশত ওই পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা ষাঁড়টিকে উদ্ধার করতে না পারায় খবর দেওয়া হয় কালনা দমকল বিভাগে। এরপর কর্মীরা গিয়ে উপস্থিত হয়ে জেসিবির সাহায্যে ষাঁড়টিকে তোলার কাজ শুরু করে। অবশেষে তোলা সম্ভব হয় ষাঁড়টিকে। ষাঁড়টি চোখে দেখতে পায় না বলে জানা গিয়েছে।
advertisement
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কুয়োটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। মুখ খোলা অবস্থায় রয়েছে কুয়োটি। এই রাস্তা দিয়েই এলাকার মানুষজন যাতায়াত করে। ছোটো ছেলে মেয়েরা খেলে। ফলে এই পরিত্যক্ত কুয়ো খুবই বিপজ্জনক। আজ ষাঁড় পড়েছে, কাল মানুষ পড়বে। ফলে দ্রুত এই কুয়োর মুখ বন্ধ করার দাবি জানান তাঁরা। যদিও কুয়োর বেশিরভাগ অংশই ভেঙ্গে দেওয়া হয় এদিন।
Malobika Biswas





