এই পুজোর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। বাংলার নবাব হুসেন শাহের সময় রায়দিঘীর ছত্রভোগের বাসিন্দা রামচন্দ্র লস্কর ছিলেন নবাবের দেওয়ান। দীর্ঘদিন ভাল কাজ করায় নবাব তাঁকে খুশি হয়ে উপাধি দিয়েছিলেন 'খাঁ'। সেই থেকে তাঁরা উপাধি হিসাবে ব্যবহার করতেন খাঁ লস্কর। তিন পুরুষ ধরে এই পদবী ব্যবহারের পর রামচন্দ্রের পৌত্র রামজীবন খাঁ লস্কর উপাধি ত্যাগ করে নস্কর উপাধি নিয়ে তিনি ও তাঁর ৫ ভাই চলে আসেন মন্দিরবাজারের জগদীশপুরে। এর প্রায় ২৫ বছর পর ৬ ভাই ১৭১৩ খ্রীস্টাব্দে সেখানে পুজো শুরু করেন। সেই থেকে এই পুজো এলাকায় পরিচিত ৬ বুড়োর পুজো হিসাবে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর ছুটি কাটাতে ঘুরে আসুন মুর্শিদাবাদের মোতিঝিল পার্কে
আরও পড়ুন: আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন বাংলার রাজধানীর সৌধ, ঘুরে আসুন মালদহের গৌড়
নবাবি আমলে মহাধুমধাম করে এই পুজো হত। বর্তমানে এই পুজোর জৌলুস কিছুটা কমেছে। তবে ইতিহাস ও ঐতিহ্যে ভাটা পড়েনি এতটুকুও। আজও পুজোর দিনগুলিতে গমগম করে নস্করবাড়ির প্রাঙ্গণ। বিগত বেশ কয়েকবছর করোনা মহামারির কারণে পুজোয় ভিড় ছিল কিছুটা কম। তবে এবছর আবারও এই ঐতিহাসিক পুজো দেখতে ভিড় যে বাড়বে, তা আর বলার অবকাশ রাখে না।
নবাব মল্লিক






