Durga Puja Travel 2022: দুর্গাপুজোর ছুটি কাটাতে ঘুরে আসুন মুর্শিদাবাদের মোতিঝিল পার্কে

Last Updated:

Durga Puja Travel 2022: আজ কিন্তু চেনা হাজারদুয়ারী বা ইমামবাড়ার কথা নয়, রয়েছে মোতিঝিল পার্কের গল্প। নীল আকাশে মেঘের ভেলা আর কাশের বনে দোলা লাগতেই বাঙালি নেচে ওঠে পুজোর ছুটির আনন্দে

+
মতিঝিল

মতিঝিল প্রকৃতি তীর্থ পার্ক 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ মানেই ইতিহাস। সে নবাবী স্থাপত্যই হোক কিংবা শশাঙ্কের রাজধানীই হোক। তবে আজ কিন্তু চেনা হাজারদুয়ারি বা ইমামবড়ার কথা নয়, রয়েছে মোতিঝিল পার্কের গল্প। নীল আকাশে মেঘের ভেলা আর কাশের বনে দোলা লাগতেই বাঙালি নেচে ওঠে পুজোর ছুটির আনন্দে। উড়ু উড়ু মন বলে ওঠে বৃথাই চার দেওয়ালে বন্দি থাকা। তার চেয়ে বরং ভাল বেরিয়ে পড়ো। আর কাছেপিঠের মধ্যে মুর্শিদাবাদ তো রয়েইছে বেরানোর তালিকার উপরের দিকে।
কী দেখবেন মুর্শিদাবাদে ?
নবাবি স্থাপত্য আর শশাঙ্কের রাজধানীর পাশাপাশি অবশ্যই ঘুরে আসতে পারেন মোতিঝিল পার্কে। প্রকৃতির মাঝে এই পার্কের উদ্বোধন হয়েছিল ২০১৫ সালে। রাজ্য পর্যটন দপ্তরের অধীনে থাকা এই পার্কে তুলে ধরা হয়েছে স্বাধীন সুবে বাংলা থেকে পলাশির প্রান্তরে মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয়ের কাহিনি। শুধু ইতিহাস নয়, ভৌগোলিক নিদর্শনও রয়েছে এখানে। ভাগীরথীর গতিপথ পরিবর্তনে তৈরি হওয়া অজস্র অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে এই অঞ্চলে।
advertisement
advertisement
মোতিঝিল এমনই এক হ্রদ। নবাবি আমলে এই হ্রদে মুক্তো চাষ করা হত আর তার থেকেই নাম মোতিঝিল। এখন মুক্তো চাষ না হলেও শীত পড়তেই পরিযায়ী পাখির দল সাঁতার দেয় জলের বুকে। রয়েছে ৮ বিঘার গোলাপবাগান, ৪ বিঘা জমি জুড়ে শিশু উদ্যান, আমবাগান, হরেক রকমের ফুলবাগান। আলো পড়ে আসতেই কৃত্রিম আলো আর শব্দের বিন্যাসে জেগে ওঠে ইতিহাস। ঘোড়ার ক্ষুরের শব্দে জীবন্ত হয়ে ওঠে আলিবর্দির রাজত্ব, ঘসেটি বেগম, মীরকাশেম, জগৎ শেঠের ষড়যন্ত্র,সিরাজের তরবারির ঝনঝন।
advertisement
আরও পড়ুন : আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন বাংলার রাজধানীর সৌধ, ঘুরে আসুন মালদহের গৌড়
নবাব অলিবর্দির কন্যা তথা সুবে বাংলার নবাব সিরাজের মাসি ঘসেটি বেগমের রাজপ্রাসাদ ‘শাহি দালান’ও ছিল মোতিঝিলের পাড়ে। প্রকৃতিতীর্থের অন্যত্র রয়েছে মুর্শিদকুলি খাঁ, আলিবর্দি, সিরাজ ও ওয়ারেন হেস্টিংস-এর মূর্তি। অশ্বক্ষুরাকৃতি হ্রদের বাঁধানো পাড় বরাবর রয়েছে ৭ কিলোমিটার দীর্ঘ সুদৃশ্য পথ। সেই পথে হাঁটার পাশাপাশি পর্যটকদের জন্য চলে ব্যাটারিচালিত গাড়ি।
advertisement
Motijhil Prakititirtha Motijhil Prakititirtha
কীভাবে পৌঁছবেন : মুর্শিদাবাদ রেলস্টেশনটি হাওড়া ও কলকাতা ও শিয়ালদহ স্টেশনের সাথে যুক্ত। এছাড়াও রাজ্যের যেকোনো বড়ো জায়গার সাথে রয়েছে বাস বা গাড়ির মাধ্যমে যোগাযোগ।
advertisement
যোগাযোগ : কলকাতায় ডালহাউসি তে ট্যারিজম বিভাগে গিয়ে ঘর বুকিং করা যাবে। এছাড়াও অনলাইনে বুক করা যাবে। একটি মতিঝিল ভবন আছে। তার মধ্যে ২টো শুট রুম (ভাড়া দৈনিক ৩৫০০টাকা জিএসটি) ও স্ট্যান্ডার্ড রুম আছে চারটে (ভাড়া দৈনিক ৩০০ টাকা সাথে জিএসটি)।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja Travel 2022: দুর্গাপুজোর ছুটি কাটাতে ঘুরে আসুন মুর্শিদাবাদের মোতিঝিল পার্কে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement