Durga Puja 2022: রাধাষ্টমীতে কোচবিহারে বড় দেবীর মন্দিরে স্থাপন হল ময়নাকাঠ, শুরু হবে মূর্তি গড়া

Last Updated:

Durga Puja 2022: রাজ আমলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমীতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের দন্ড। এই ময়না কাঠের দন্ড স্থাপনাকে কেন্দ্র করে এদিন একটি বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে।

রাজ আমলের রীতি মেনে কোচবিহারে বড় দেবীর মন্দিরে স্থাপন হল ময়নাকাঠ!
রাজ আমলের রীতি মেনে কোচবিহারে বড় দেবীর মন্দিরে স্থাপন হল ময়নাকাঠ!
সার্থক পণ্ডিত, কোচবিহার: রাজ আমলের রীতি মেনে রাধা অষ্টমীতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়না কাঠের দন্ড। ময়না কাঠের দন্ড স্থাপনকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় বড় দেবীর মন্দিরে। এই পুজোয় উপস্থিত ছিলেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, দেবত্র ট্রাস্ট বোর্ডের দুয়ারবক্সী অজয় কুমার দেব বক্সী, রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য সহ দেবত্র ট্রাস্ট বোর্ডের অন্যান্য কর্মীরা। এ দিনের এই বিশেষ পুজোর পর ময়নাকাঠকে তিন দিন হওয়া খাওয়ানো হবে। আর তারপরেই ময়না কাঠের দন্ডকে কেন্দ্র করে তৈরি হবে বড় দেবীর মূর্তি।
Debibari Durga Mata Mandir Debibari Durga Mata Mandir
প্রসঙ্গত, কোচবিহারের রাজাদের স্বপ্নাদেশে পাওয়া বড় দেবীর পুজো আজ থেকে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। বড় দেবী প্রতিমা দেখতে অন্যান্য দুর্গা প্রতিমার থেকে কিছুটা আলাদা। এখানে দেবীর বাহন থাকে বাঘ, আর দেবীর দুপাশে থাকে জয়া বিজয়া। প্রাচীন এই পুজো দেখতে শুধু কোচবিহারের মানুষই নয়, প্রতিবেশী রাজ্য অসম, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থীরা আসেন কোচবিহারে। কিন্তু, গত দুই বছর থেকে করোনা মহামারির দাপটের কারণে ভিড় তুলনামূলক ভাবে কিছুটা হলেও কমে গিয়েছে। এবার এই পুজোয় দর্শনার্থীরা আবার ভিড় জমাবেন বলেই কোচবিহারের মানুষের প্রত্যাশা।
advertisement
advertisement
আরও পড়ুন : আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন বাংলার রাজধানীর সৌধ, ঘুরে আসুন মালদহের গৌড়
এ দিন পুজো শেষে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, "আজও বড় দেবীকে সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে পূজা করা হয়ে থাকে কোচবিহারের বড় দেবী মন্দিরে। এছাড়া আমাদের পুজো মরশুম শুরু হয়ে গিয়েছে। কিন্তু, করোনা এখনো আমাদের ছেড়ে যায়নি। তাই পুজো দেখুন, মজা করুন কিন্ত করোনা বিধি মেনে।”
advertisement
আরও পড়ুন :  দীর্ঘ দেড় বছর পর হাওড়া স্টেশনে আজ থেকে ফের খুলছে ফুড প্লাজা
এ দিন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, " রাধা সপ্তমীর শেষ রাতে এই ময়না কাঠ কোচবিহার মদনমোহন বাড়ি থেকে বড় দেবীর মন্দিরে নিয়ে আসা হয়েছে। তারপর আজ রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে এই ময়না কাঠের বিশেষ স্নান ও বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এর পর এই ময়না কাঠকে ৩ দিন হাওয়া খাওয়ানোর পর মৃৎ শিল্পীরা দেবীর মূর্তি গড়ার কাজ শুরু করবেন।"
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja 2022: রাধাষ্টমীতে কোচবিহারে বড় দেবীর মন্দিরে স্থাপন হল ময়নাকাঠ, শুরু হবে মূর্তি গড়া
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement